দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি (Tollywood) নাকি ব্যাপক ক্ষতির মুখে দাঁড়িয়ে। ‘বাংলা সিনেমাকে বাঁচান’ এই আর্তি শোনা গিয়েছে অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক সকলের মুখেই। কিন্তু এই আর্তি কি আদৌ বাংলার বিনোদন প্রেমী মানুষের কাছে পৌঁছেছে? সম্প্রতি ‘কিশমিশ’ (Kishmish), ‘রাবণ’ (Raavan) ছবির বক্স অফিস কালেকশন জানতে চেয়ে প্রশ্ন তুলেছিলেন টলিউডের পরিচালক রানা সরকার (Rana Sarkar)।
নিজের ফেসবুকে একটি পোস্ট করে পরিচালক লিখেছিলেন, টলিউডের দুই সুপারস্টার একজন দেব (Dev) ও আরেকজন জিৎ (Jeet)। সম্প্রতি দেব অভিনীত ও পরিচালিত ছবি ‘কিশমিশ’ রিলিজ হয়েছে সাথে রিলিজ হয়েছে জিৎ অভিনীত ছবি ‘রাবণ’। ঈদে রিলি হওয়া দুই ছবি নিয়েই বেশ উচ্ছসিত দর্শকেরা, বেশ ভালো ব্যবসা করেছে বলেই জানা যাচ্ছে ছবিগুলি। কিন্তু ঠিক কত টাকার ব্যবসা করল? টলিউড কি ঘুরে দাঁড়াচ্ছে?
এখানেই শেষ নয়, এরপর তিনি আরও লেখেন, ‘বাংলা সিনেমার উন্নতির জন্য প্রতিটা সিনেমার বক্স-অফিসের কালেকশন জানা খুব জরুরী। ঈদে রিলিজ হওয়া দুটো ছবি কিশমিশ ও রাবণ এর প্রযোজক/ ডিস্ট্রিবিউটরদের উচিত বক্স অফিস ফিগার প্রকাশ করা। তাহলে বাংলা সিনেমার মার্কেট সন্মন্ধে ধারণা পরিষ্কার হবে। বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে তো’।
তবে প্রশ্ন করেও উত্তর মেলেনি, তাই শেষমেশ নিজেই জানালেন বক্স অফিস কালেকশন। হ্যাঁ ব্যক্তিগত প্রচেষ্টায় দেব ও জিৎ এর ছবির প্রথম ১০ দিনের বক্স অফিস কালেকশনের হিসাবে জোগাড় করেছেন তিনি। আর সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন।
রানা সরকারের পোস্ট অনুযায়ী রিয়ালিজ হওয়ার পর প্রথম ১০ দিনে কিশমিশ ১.২৩ কোটি টাকা তুলেছে। অন্যদিকে রাবণ ছবিটি ১.০৭ কোটি টাকা ঘরে তুলেছে। অবশ্য সাথে তিনি জানিয়েছেন যেহেতু ব্যক্তিগত ভাবে সংগ্রহ করা হয়েছে এই তথ্য তাই কম বেশি হতে পারে। তবে সেটা ১০% এর বেশি হবে না। তবে এই হিসেবে যদি প্রযোজকরা ভুল প্রমান করেন তাহলে নিজের ভুলের জন্য তিনি ক্ষমা চেয়ে নিতে রাজি একথাও জানিয়েছেন।