• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের দুঃসংবাদ! বিয়ের ৩ মাসের মধ্যেই কঠিন রোগে আক্রান্ত রানা দগ্গুবতী, মৃত্যুর সম্ভাবনা ৩০ %

Published on:

‘বাহুবলী’র (Bahubali) বল্লাবদেবের অভিনয় ভোলার নয়। রানা দগ্গুবতীর (Rana Duggubati) সেই সুঠাম পেটানো চেহারা, বাহুবল, শক্ত চোয়াল দুরন্ত অভিনয়ে ভয়ে হাড় হিম হয়ে গিয়েছিল দর্শকদেরও। কিন্তু সেই অভিনেতার হাড় জিরজিরে চেহাড়া দেখে কার্যত আঁতকে উঠেছিলেন নেটিজেনরা। সকলের একটাই প্রশ্ন কী হয়েছে অভিনেতার। কিন্তু এবিষয়ে প্রথমেই কিছু খোলসা করেননি রানা।

এর আগে রটেছিল, অভিনেতার কিডনি বিকল হওয়াই শীঘ্রই বদলাতে হবে তাকে। কিন্তু সেই সময় এই খবরকে নিতান্তই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন রানা। কিন্তু এরপর থেকেই অভিনেতার স্বাস্থ্য আরও অবনতির দিকে যেতে শুরু করে। চলতি বছরের অগাস্ট মাসেই মিহিকা বাজাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রানা। বিয়ের সময়েও ভেঙেই ছিল অভিনেতার চেহারা। তাই তার স্বাস্থ্য অবনতির কারণ হিসেবে গুঞ্জনের শেষ ছিল না।

অবশেষে রানার বান্ধবী সামান্থা আক্কিনেনি’র জনপ্রিয় চ্যাট শো ‘শ্যাম জ্যাম’-এ এসে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেতা। কথা বলতে বলতে অভিনেতার চোখে জল চলে আসে, এমনকি শোয়ের সঞ্চালিকা সামান্থাও তার কথা শুনে কেঁদে ফেলেন। রানা জানান, কঠিন অসুখে আক্রান্ত তিনি।
তিনি আরও বলেন “ব্লাড প্রেসার, হার্টের পাশে ক্যালসিফিকেশন, কিডনি ফেলিওর… এখানে ৭০ শতাংশ সম্ভাবনা আছে স্ট্রোক বা হ্যামারেজ হওয়ার…আর ৩০ শতাংশ মৃত্যুর ।’’ অভিনেতার অসুস্থতার কথা শুনে ইতিমধ্যেই ভীষণভাবে ভেঙে পড়েছেন তার ভক্তকূল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥