দর্শকমহলে বিপুল জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার ‘করুণাময়ী রানি রাসমণি'(Karunamoyi Rani Rashmoni)। বর্তমানে এই সিরিয়ালের অন্যতম আকর্ষণ হল শ্রী রামকৃষ্ণ এবং মা ভবতারিণীর নানা লীলা। তাদের মধ্যে দিয়ে মা ছেলের মিষ্টি যে সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে তা দারুন পছন্দ হয়েছে দর্শকদের।
এই সিরিয়াল শুধু মাত্র সিরিয়াল প্রেমীদের কাছেই নয় ঠাকুর দেবতা ভক্ত ধার্মিক মানুষদের কাছেও অত্যন্ত প্রিয়। তাই রাসমণি সিরিয়ালের মধ্যে দিয়েই ভক্তরা যেন সত্যিকারের দক্ষিণেশ্বরের ভারতের ভবতারিণীর দর্শন করে থাকেন। সম্প্রতি সিরিয়ালে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে আগমন ঘটেছে গিরিজানাথ নামে এক মহারাজের।
নিজের অলৌকিক শক্তির দম্ভে সে নিজেকে মা ভবতারিণীর থেকেও নিজেকে বড় ভাবতে শুরু করে। তাই পঞ্চবটীর জঙ্গলে পা বেঁধে গদাই ঠাকুর পড়ে গেলে সে তার পিঠ থেকে নিঃসৃত আলো দিয়ে তাকে পথ দেখাতে চায়। সে মনে করছে এইভাবে সে লোকের ভালো করছে।
কিন্তু এইভাবে যে সে আসলে মা ভবতারিণীর মহিমাকে ছোট করছে, সেকথা কিছুতেই সে বুঝতে পারে না। এমনকি গদাই ঠাকুরের হাজার বারণ সত্ত্বেও তিনি নিজের পিঠ থেকে আলো বার করেন। কিন্তু সেই আলো গিয়ে পৌঁছায় দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কাছে।
আর তারপরেই চারপাশে শুরু হয় মহা প্রলয়। চারদিকে শুরু হয় প্রচন্ড ঝড়, জল। ততক্ষণে গিরিজানন্দকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে এসে পৌঁছায় গদাধর। সেখানে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে থাকতে দেখা যায়। এরপরেই আচমকা জাগ্রত হয়ে যান স্বয়ং মা কালি। তিনি গদাধরের সামনে তান্ডব শুরু করার আগেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন গিরিজানন্দ।