জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম হলো রানী রাসমণি (Rani Rashmoni। সিরিয়ালের রানী রাসমনির চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও শ্রীরামকৃষ্ণের ভূমিকায় রয়েছেন অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)। তাদের অনবদ্য অভিনয়ের জন্য সিরিয়ালের জনপ্রিয়তা বেশ কয়েক বছর ধরে বজায় রয়েছে। সৌরভ দাস এর অভিনয়ের কারণে অনেকেই তাকে রামকৃষ্ণের বাস্তব রূপ বলেও অভিহিত করে থাকেন।
সিরিয়ালে জনপ্রিয় হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েছে সৌরভের। বর্তমানে ইনস্টাগ্রামে বেশ কয়েক হাজার ফলোয়ার রয়েছে তার। যদিও সোশ্যাল মিডিয়াতে অতি সক্রিয় নন অভিনেতা। তবে ছবি হোক বা ভিডিও শেয়ার করলে তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। অভিনেতার প্রোফাইল ঘুরে দেখলেই বোঝা যায়, নিজের অভিনয় ও বিবাহিত স্ত্রী ছেলেকে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই দিন কাটছে অভিনেতার।
সম্প্রতি সৌরভও তার ইনস্টাগ্রাম প্রোফাইল একটি ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে সম্ভবত গঙ্গার কিরে কোন এক ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রামকৃষ্ণ রুপে সৌরভ সাহাকে। পরনের বস্ত্র খানিও রামকৃষ্ণের চরিত্রের মতোই সাথে এই ছবিতে দেখা যাচ্ছি পুজোর জন্য ব্যবহৃত ফুলের সাজির। দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা জানাচ্ছেন অভিনেতা। এমনই এক ছবি শেয়ার করি ক্যাপশনে লিখেছেন, ‘ পৃথিবী আবার শান্ত হবে’।
অভিনেতা ছবিটি শেয়ার করার পর থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন এবং বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের মঙ্গল কামনায় তার এই প্রার্থনা কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বোঝাই যাচ্ছে বর্তমানে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত দেশের সাধারণ মানুষদের সুস্থতা কামনা করেই সৃষ্টিকর্তার কাছে অভিনেতার এই প্রার্থনা।