দীর্ঘ লকডাউন পেরিয়ে ১৬ই জুন থেকে অনুমতি মিলেছে শুটিংয়ের। তবে নানা কারণে শুরুর দিনেই বন্ধ হয়েছিল সিরিয়ালের শুটিং। তবে ইতিমধ্যেই সেই সমস্যা মিটে গিয়েছে। আর সমস্যা মিটতেই বাকি সিরিয়ালের মত শুরু হয়েছে জনপ্রিয় সিরিয়াল রানী রাসমণির (rani rashmoni) শুটিং।
রাসমণি সিরিয়ালে রানীমার চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (ditipdiya roy)। তবে সিরিয়ালের অভিনেত্রীর অংশ শেষ। এবার রামকৃষ্ণকে নিয়েই এগিয়ে চলবে সিরিয়াল। সিরিয়ালে রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ সাহা (sourav saha)। রামকৃষ্ণের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জেরে দর্শকদের থেকে অনেক ভালোবাসা পেয়েছেন অভিনেতা।
সৌরভ আরো বলেছেন, সিরিয়ালে শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনীর আরো অনেক কিছু দেখানো বাকি রয়েছে। রামকৃষ্ণের সময়কালে তিনি তৎকালীন সমাজকে অন্যভাবে দেখতেন। ভিন্ন শিক্ষায় শিক্ষিত ছিলেন রামকৃষ্ণ। কিভাবে সেই শিক্ষা পেয়েছিলেন সেই সমস্ত এখনো দেখানো বাকি রয়েছে। ১৮৩৬ সালে জন্মগ্রহণ করে আজ পর্যন্ত তিনি পূজিত হয়ে আসছেন রামকৃষ্ণ । আগামীদিনেও একই ভাবে পূজিত হবেন। তাই দর্শকদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেতা।
রানী রাসমণি সিরিয়ালের নতুন পর্বের সম্প্রচারণ লকডাউনের কারণে অনেকটা ব্যাহত হয়েছে। তবে এবার শুটিং চালু হতে খুবই হয়েছেন অভিনেতা। অভিনেতা সৌরভের মতে, ‘আমরা যে কাজ করি তাতে অনেক মানুষের ভালবাসা পাই। সেই জায়গায় আবার ফিরতে পেরে ভাল লাগছে। আশা করছি দর্শকদের ভালবাসা একই রকম ভাবে পাব। এখনো সব রকম সচেতনতা বজায় রেখেই হইহই করে কাজ করছি আমরা’।
শুটিং ফ্লোরে ফিরে শুধুই যে কাজ শুরু হয়েছে তা নয়। কাজের সাথে ফিরেছে সেই পুরোনো মজার দিন গুলিও। ইতিমধ্যেই সিরিয়ালের মথুর চরিত্রের অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সেলেব্রেশন হয়ে গিয়েছে। সেটেই আনা হয়েছিল কেক, সকলের সাথে কেক কাটেন অভিনেতা।