বাংলা টেলিভিশনের জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন সৌরভ সাহা (Sourav Saha)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি জি বাংলার (Zee Bangla) ‘করুণাময়ী রানি রাসমণি’ (,Karunamoyee Rani Rashmoni) সিরিয়ালের ছোট ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণ নামে অনেক বেশি পরিচিত। পর্দায় রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করে বাংলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সৌরভ।
মা কালী ভক্ত রামকৃষ্ণের মতো মহাপুরুষের চরিত্রটি তিনি তাঁর নিখুঁত অভিনয়ের মধ্য দিয়েই খুব সুন্দরভাবে জীবন্ত করে তুলেছিলেন টিভির পর্দায়। যা আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর সৌরভকে এতদিন পর্যন্ত কোন সিরিয়ালে দেখা যায়নি।
তবে গত বছরেই স্টার জলসার জনপ্রিয় নন ফিকশন রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’তে অংশ নিয়েছিলেন সৌরভ এবং তার স্ত্রী। কিন্তু অনুরাগীরা বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন সৌরভকে আরো একবার টিভির পর্দায় দেখার জন্য। অবশেষে দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জি বাংলার পর্দাতেই আবারও নতুন চরিত্রে ফিরেছেন সৌরভ।
রামকৃষ্ণের পর এবার তিনি জমিদার পরিবারের বংশধর রূপে ফিরছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধুতে। প্রসঙ্গত সিরিয়ালটির যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ‘দত্ত বাড়িতে রয়েছে এক বহুমূল্যের গুপ্তধন। পাবনার এক জমিদার সৃজনের দাদু অর্থাৎ দেবনারায়ণ দত্তের কাছে রেখে গিয়েছিলেন নিজেদের বংশের কূল দেবতা তথা এক সোনার গণেশ মূর্তি।
চুক্তি পত্র অনুযায়ী আর এক রাত পেরলেই শেষ হবে ৬৫ বছর । তারপর থেকে ওই মূর্তিতে জমিদার পরিবারের কোনো অধিকার থাকবে না। আর ঠিক সেই রাতেই দত্ত বাড়িতে এসে হাজির হয় জমিদার পরিবারের বংশধর।
সেই জমিদারেরই বংশধর রূপেই ধারাবাহিকে আগমন ঘটেছে সৌরভের। সোমবারের পর্বেই এই সিরিয়ালে এন্ট্রি হয়েছে তার। তবে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না সৌরভ অভিনীত এই চরিত্রটি আদতে পজিটিভ নাকি নেগেটিভ। তবে অনেকদিন পর আবারো বাংলা সিরিয়ালে তাকে দেখে বেজায় খুশি হয়েছেন সৌরভের অনুরাগীরা।