• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বের সেরা ছবির হিরো হয়েও নেই অহংকার! সাধারণ পোশাকে শবরীমালা মন্দিরে যাওয়ার সময় ক্যামেরাবন্দি রামচরণ

ramcharan,rrr,simple dress,airport,mumbai,আর আর আর,রামচরণ

এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে চর্চিত ছবি RRR , এই ছবিতেই প্রধান চরিত্র অভিনয় করে অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা রামচরণ। এসব ছাড়াও খুব শিগগিরই অনেক জনপ্রিয় প্রজেক্টে দেখা যাবে তাকে। বলিউড ইন্ডাস্ট্রির দর্শকদের মধ্যে রাম চরণের জনপ্রিয়তা একেবারেই কমেনি। জাঞ্জির ছবিতে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করতে দেখা গেছে তাকে। এই মুহূর্তে সাফল্যের মধ্যগগনে অবস্থান করছেন অভিনেতা। সম্প্রতি তাকে মুম্বই বিমান বন্দরে দেখা গিয়েছে এবং তিনি ক্যামেরাবন্দিও হয়েছেন।

ছবি প্রকাশ্যে আসতেই সকলের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে , এত বড় একজন অভিনেতা হয়েও তার চালচলন অত্যন্ত সাধারণ এবং সরল। তার পরনে ছিল কালো কুর্তা, হাতে কমলা সাফা। তার পা ছিল খালি , তার এমন চেহারার কারণ বলা হচ্ছে আয়াপ্পা দীক্ষা। অভিনেতা রাম চরণ বহু বছর ধরে কেরালার সবরিমালা মন্দিরে যাচ্ছেন কিন্তু সেখানে যাওয়ার আগে তিনি ৪১ দিনের জন্য কঠোর উপবাস পালন করেন। এই উপবাসে রামচরণ তামসিক জীবনধারা থেকে দূরে থেকে সাত্ত্বিক জীবন অবলম্বনকরেন। তার পরেই তিনি শবরীমালায় যান।

ramcharan,rrr,simple dress,airport,mumbai,আর আর আর,রামচরণ

২০২২ সালের মার্চ মাসে, রাম চরণ RRR ইতিমধ্যে একটি বড় বিস্ফোরণ করেছে। এখন খুব শিগগিরই আচার্য ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে চিরঞ্জীবীকে। তার সঙ্গে এই ছবিতে ক্যামিও চরিত্রে থাকবেন কাজল আগরওয়াল এবং পূজা হেগড়ে। জানা গেছে, আচার্যের শুটিংও শেষ হয়েছে।

ramcharan,rrr,simple dress,airport,mumbai,আর আর আর,রামচরণ

এছাড়াও রাম চরণও RC15-এ হাজির হতে চলেছেন। যেখানে তাকে কিয়ারা আদভানির সঙ্গে দেখা যাবে। যাইহোক, আমরা আপনাকে বলি যে একজন অভিনেতা ছাড়াও, রাম চরণ একজন প্রযোজক এবং তিনি অভিনয়ের পাশাপাশি অনেকগুলি প্রজেক্ট তৈরি করছেন। আচার্য প্রযোজনা করছেন এবং একই প্রযোজক নির্মাণ করতে যাচ্ছেন গডফাদার ছবিটি।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥