• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধর্ম নিয়ে ছেলেখেলা দর্শকরা আর সহ্য করবে না! Adipurush বিতর্কে বিস্ফোরক ‘লক্ষ্মণ’ সুনীল লহরী

গত ২ অক্টোবর প্রকাশ্যে এসেছে সাউথ সুপারস্টার প্রভাস (Prabhas), সইফ আলি খান (Saif Ali Khan), কৃতি শ্যানন অভিনীত বহু প্রতীক্ষিত ‘আদিপুরুষ’এর (Adipurush) টিজার। আর এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এমনকি সেই জল গড়িয়েছে রাজনৈতিক মহল পর্যন্তও। পরিচালক ওম রাউতকে ধরিয়ে দেওয়া হয়েছে আইনি নোটিস। বিনোদন দুনিয়ার একাধিক তারকাও ‘আদিপুরুষ’ নিয়ে মুখ খুলেছিলেন। এবার যেমন এই নিয়ে বক্তব্য রাখলেন রামানন্দ সাগরের ‘রামায়ণ’এর (Ramayan) লক্ষ্মণ অর্থাৎ অভিনেতা সুনীল লহরী (Sunil Lahri)।

বেশ কয়েক দশক আগে ছোটপর্দায় সম্প্রচারিত হতো রামানন্দ সাগরের ‘রামায়ণ’। আকাশছোঁয়া জনপ্রিয়তা ছিল সেই শোয়ের। এরপর করোনা অতিমারীর প্রভাবে হওয়া লকডাউনের সময়ও ফের সেই রামায়ণের সম্প্রচার শুরু হয়। তখনও দর্শকরা শো’টিকে একই রকমের ভালোবাসা দিয়েছিল।

   

Ramayan 1987

তবে বইয়ে রামায়ণের যে বর্ণনা রয়েছে, কিংবা হালফিলে টেলিভিশনের পর্দাতেও যে রামায়ণ দেখানো হয়েছে, তার সঙ্গে ‘আদিপুরুষ’এর বিস্তর ফারাক রয়েছে। এবার এই টিজার ভিডিও দেখার পরই প্রভাস-সইফের ছবি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন সুনীল।

ছোটপর্দার লক্ষ্মণ বলেন, টিজার দেখার পর এখনও পর্যন্ত তাঁর অবস্থান নিরপেক্ষ। কারণ এখনও পর্যন্ত শুধুমাত্র চরিত্রগুলির স্বভাবের সঙ্গে পরিচয় করানো হয়েছে। তাই রাগ করার কোনও জায়গা নেই। তবে সুনীল এও স্বীকার করে নিয়েছেন যে, ‘আদিপুরুষ’এ যে রাম-রাবণের চরিত্রগুলি দেখানো হয়েছে, তা তাঁর খানিক ‘আজব’ লেগেছে।

Sunil Lahri

পাশাপাশি ‘রাবণ’ বেশে সইফের লুক নিয়ে দর্শকদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে তা নিয়েও মুখ খুলেছেন সুনীল। তাঁর মতে, একজন শিল্পীর অধিকার রয়েছে নিজের ভাবনা চিন্তা প্রদর্শন করার। তবে সঙ্গে এও জানিয়েছেন, ধর্ম নিয়ে ছেলেখেলা কিন্তু আর এদেশের মানুষ সহ্য করবে না। ধর্মের সঙ্গে আরাধ্য দেবতাদের নিয়ে কোনও প্রকার নেতিবাচকতা ছড়ানো হলে কেউ ছেড়ে দেবে না। আগের ভারত আর নেই। এখনকার মানুষ একসঙ্গে প্রতিবাদ করতে জানে।

Sunil Lahri on Adipurush

শুধু এটুকুই নয়, ছোটপর্দার লক্ষ্মণ ‘আদিপুরুষ’এর কার্টুনের মতো ভিএফএক্স নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন। সুনীল বলেন, ‘এটাকে (আদিপুরুষের ভিএফএক্স) হজম করা সত্যিই খুব কঠিন ছিল। ১৯৮৭ সালে (রামায়ণের টিভি সিরিয়ালের সময়) আমাদের কাছে এই প্রযুক্তি নতুন ছিল। আর আমরা নিজের সবটুকু দিয়ে সেরাটা অর্জন করার চেষ্টা করেছিলাম। সেই কারণেই ৩৫ বছর পরেও দর্শকরা এটির প্রশংসা করেন’।

site