• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাদু পরিচালনা করেছে ‘রামায়ণ’, এদিকে অর্ধনগ্ন হয়ে শরীর দেখিয়ে বেড়াচ্ছে নাতনি, ছি ছি রব নেটপাড়ায়

Published on:

Ramayan Producer great grand daughter Sakshi Chopra bold photos get trolled on social media

সোশ্যাল মিডিয়াতে (Social Media) জনপ্রিয় হতে কে না চায়! কেউ ভদ্রভাবে তো কেউ অভদ্রভাবে ফেমাস হতে চায়।  অনেকেই আবার জনপ্রিয় হবার জন্য নিজের শরীরকেই নগ্ন করে পেশ করেন নেটপাড়ায়! সম্প্রতি বোল্ড ছবি শেয়ার করে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছেন সাক্ষী চোপড়া (Sakshi Chopra)। ‘রামায়ণ’ এর পরিচালক রামানন্দ সাগরের নাতনি সাক্ষী।

যেখানে দাদু ধার্মিক সিরিয়াল ‘রামায়ণ’ এর পরিচালনা করেছেন সেখানে নাতনির এমন পোশাক আশাক মোটেও ভালো চোখে দেখেনি নেটিজেনরা। আর নিজের বোল্ড ছবির জেরে বর্তমানে তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন সাক্ষী।

রামায়ন পরিচালক,রামায়ন পরিচালক রামানন্দ সাগরের নাতনি,রামানন্দ সাগরের নাতনি সাক্ষী চোপড়া,সাক্ষী চোপড়া অন্তর্বাস দেখিয়ে ছবি পোস্ট,সাক্ষী চোপড়া ট্রোল,সাক্ষী চোপড়া টপলেস,Sakshi Chopra,Ramayan director Ramanand Sagar,Ramanand Sagar

সম্প্রতি ক্রোশেট টপ পরে ফটোশুট করে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সাক্ষী। যা মুহূর্তের মধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সর্বত্র। ছবিতে জালের মত পোশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে সাক্ষীর শরীর।

রামায়ন পরিচালক,রামায়ন পরিচালক রামানন্দ সাগরের নাতনি,রামানন্দ সাগরের নাতনি সাক্ষী চোপড়া,সাক্ষী চোপড়া অন্তর্বাস দেখিয়ে ছবি পোস্ট,সাক্ষী চোপড়া ট্রোল,সাক্ষী চোপড়া টপলেস,Sakshi Chopra,Ramayan director Ramanand Sagar,Ramanand Sagar

জালের পোশাকে স্পষ্ট অন্তর্বাস দেখে প্রশংসা নয় বরং জুটেছে কটাক্ষ। রামানন্দ সাগরের নাতনি হয়েও এমন পোশাকে ছবি! সেই কারণেই নেটিজেনদের তীব্র নিন্দার সম্মুখীন হতে হয়েছে তাকে।

রামায়ন পরিচালক,রামায়ন পরিচালক রামানন্দ সাগরের নাতনি,রামানন্দ সাগরের নাতনি সাক্ষী চোপড়া,সাক্ষী চোপড়া অন্তর্বাস দেখিয়ে ছবি পোস্ট,সাক্ষী চোপড়া ট্রোল,সাক্ষী চোপড়া টপলেস,Sakshi Chopra,Ramayan director Ramanand Sagar,Ramanand Sagar

যদিও বোল্ড অবতারে এই প্রথম ছবি শেয়ার করেননি সাক্ষী। এর আগেও একাধিকবার বোল্ড অবতারে শুধুমাত্র অন্তর্বাস পরেই হাজির হয়েছেন সাক্ষী। ইনস্টাগ্রামে এমনই বোল্ড ফটো শেয়ার করে অভ্যস্ত তিনি।

রামায়ন পরিচালক,রামায়ন পরিচালক রামানন্দ সাগরের নাতনি,রামানন্দ সাগরের নাতনি সাক্ষী চোপড়া,সাক্ষী চোপড়া অন্তর্বাস দেখিয়ে ছবি পোস্ট,সাক্ষী চোপড়া ট্রোল,সাক্ষী চোপড়া টপলেস,Sakshi Chopra,Ramayan director Ramanand Sagar,Ramanand Sagar

প্রসঙ্গত, পেশাগতভাবে একজন গায়িকা ও গান লেখিকা সাক্ষী চোপড়া। তবে নিজের বোল্ড অ্যান্ড হট ছবির জেরে নেটপাড়ায় চর্চায় থাকা বা ভাইরাল হওয়া বাঁ হাতের খেল তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥