• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখে তো রাবণ নয় মুঘল মনে হচ্ছে, এতটাও বাড়াবাড়ি উচিত না! Adipurush নিয়ে বিস্ফোরক ‘সীতা’ দীপিকা

Published on:

Ramayan fame Dipika Chikhlia opens up about Adipurush teaser controversy

সুপারস্টার প্রভাস, সইফ আলি খান, কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির জন্য দর্শকরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। অবশেষে গত ২ অক্টোবর অযোধ্যায় ধুমধাম করে লঞ্চ করা হয়েছে সেই ছবির টিজার। আর এরপর থেকেই শুরু হয়েছে চরম বিতর্ক। ছবির ‘জঘন্য’ ভিএফএক্স থেকে শুরু করে রাম-রাবণের লুকস সবকিছু দেখেই বেশ চটে গিয়েছেন দর্শকদের একাংশ।

‘আদিপুরুষ’ দেখে চটে গিয়েছেন বলিউডের বহু তারকাও। সেই তালিকায় নাম রয়েছে ‘শক্তিমান’ মুকেশ খান্নারও। প্রভাস, সইফদের ছবি নিয়ে মুখ খুলেছেন রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকের রাম-লক্ষ্মণ অর্থাৎ অরুণ গোভিল এবং সুনীল লহরী। এবার এই বিতর্কে মুখ খুললেন পর্দার ‘সীতা’ অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)।

Adipurush

সম্প্রতি ‘আদিপুরুষ’ টিজার সম্বন্ধে কথা বলতে গিয়ে দীপিকা বলেন, ‘আমার মনেহয় একটি সিনেমায় প্রত্যেক চরিত্রের ভালো দেখাটা খুবই জরুরী। কারণ সেটাই দর্শকদের আকৃষ্ট করে। কেউ শ্রীলঙ্কার হলে তাঁকে দেখে মনে হওয়া উচিত, মুঘল মনে হওয়া উচিত নয়। এই টিজার শুধু ৩০ সেকেন্ডের। আমি খুব বেশি কিছু বুঝতে পারিনি। তবে হ্যাঁ, সত্যিই খুব অন্যরকম লাগছে। আমার অবশ্য মনে হয় সময়ের সঙ্গে পরিবর্তন জরুরী’।

এখানেই থামেননি পর্দার মাতা সীতা। দীপিকার সংযোজন, ‘এটা ভিএফএক্সের যুগ, এমন সিনেমা হওয়া উচিত। কিন্তু ঠিক ততটাই যতটা করলে কারোর আস্থায় চোট লাগবে না। এখন শুধু টিজার  এসেছে। এটা দিয়েই সম্পূর্ণ ছবির বিচার করা উচিত না। যদি আমি রামায়ণে রাবণের চরিত্রের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করি তাহলে পারব না। তবে আমার মনে হয় প্রত্যেক শিল্পীর অভিনয়ের জন্য সম্পূর্ণ স্বাধীনতার প্রয়োজন’।

Saif Ali Khan in Adipurush

জানিয়ে রাখি, আশির দশকে রামানন্দ সাগরের রামায়ণে মাতা সীতার ভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন দীপিকা। আদায় করে দর্শকদের বিপুল ভালোবাসা। করোনা অতিমারীর সময় ফের টেলিভিশনের পর্দায় রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সম্প্রচার শুরু হয়েছিল, তখনও দর্শকরা শো’টিকে বিপুল ভালোবাসা দিয়েছিলেন।

Dipika Chikhlia

অপরদিকে ‘আদিপুরুষ’এর দিক থেকে বলা হলে, এই ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার প্রভাস। লঙ্কেশ রাবণের চরিত্রে সইফ আলি খান এবং মাতা সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন। লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে সানি সিংকে। আগামী বছর ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বিগ বাজেট সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥