• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীদেবী থেকে কঙ্গনা, রাম গোপাল বর্মার চাঁচাছোলা মন্তব্য থেকে রেহাই পাননি কেউই

Published on:

Ram Gopal Varma,রাম গোপাল বর্মা,Sri Devi, শ্রীদেবী, Kangana, কঙ্গনা,

রাম গোপাল বর্মা বলিউডের সেই সমস্ত খ্যাতনামা ডিরেক্টরদের মধ্যে অন্যতম জিনিস কখনই বিতর্কিত মন্তব্য করার আগে পিছপা হন না। বরাবরই তিনি তাঁর মনে যা থাকে মুখে তাই বলে থাকেন।সেই কারণেই একাধিকবার শিরোনামে এসেছেন তিনি। কখনও শ্রীদেবীকে বলেছেন উরু দেখিয়েই জনপ্রিয় অভিনেত্রী হয়েছেন তিনি। আবার কখনও টাইগার শেরফকে বিকিনি বেব বলে বিদ্রুপ করেছেন তিনি। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে বলিউডের এমনই ৫ জন সেলিব্রেটি দের নাম যাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে একাধিক বার শিরোনামে এসেছিলেন রাম গোপাল বর্মা।

Ram Gopal Varma Spart OTT D Company

১) শ্রীদেবী (Sri Devi)

Sri Devi, শ্রীদেবী,

খ্যাতনামা পরিচালক রাম গোপাল বর্মার বিতর্কিত মন্তব্যের আঁচ থেকে রেহাই পাননি বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীও। একবার শ্রীদেবীর বিষয়ে সংবেদনশীল টুইট করে দাবি করেছিলেন, ‘তাঁর ‘উরু উরু’ই একমাত্র তাঁকে বড় তারকা বানিয়েছে।’ তিনি লিখেছিলেন, ‘যদি কেবল অভিনয়ের প্রতিভাই তারকাদের মাপকাঠি হয় তবে স্মিতা পাতিল শ্রী দেবীর চেয়ে বড় ছিলেন না কেন? কারণ শ্রী দেবীর উরুই একমাত্র তাঁদের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছিল। ‘

২) কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)

শ্রীদেবী,Sri Devi,কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut,করণ জোহর,Karan Johar,টাইগার শ্রফ,Tiger Shroff,সানি লিওনি,Sunny Leone

 

কঙ্গনা রানাউত বলিউডের তথাকথিত ‘মাফিয়া’-দের সম্পর্কে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেইসাথে মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাঁর বিবাদ শিরোনামে এসেছে একাধিকবার। এপ্রসঙ্গে কঙ্গনাকে খোঁচা দিয়ে রাম গোপাল বর্মা একবার টুইট করে লিখেছিলেন, ‘মনে হচ্ছে কঙ্গনা নিশ্চিতভাবেই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে এবং যখন তিনি দায়ীত্ব পাবেন তখন সমস্ত ‘বলিউডিয়ানদের’ টিম্বেকটুতে স্থানান্তরিত করে দেবেন।’

৩) করণ জোহর (Karan Johar)

শ্রীদেবী,Sri Devi,কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut,করণ জোহর,Karan Johar,টাইগার শ্রফ,Tiger Shroff,সানি লিওনি,Sunny Leone

ব্যাক্তিগত হোক কিংবা পেশাগত উভয়ক্ষেত্রেই করণ জোহরের সাথে রাম গোপাল বর্মার সম্পর্ক একেবারেই বন্ধুত্বপূর্ণ নয়। ২৯১৩ সালে, শিক্ষক দিবস উপলক্ষে, রাম গোপাল বর্মা তাঁর টুইটারে করণ জোহরকে নিশানা করে লিখেছিলেন, ‘যদি কেউ করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে বিদায় নেয় এবং টিচার অফ দ্য ইয়ার বানায় তবে তা একেবারে দুর্যোগে পরিণত হবে।’ উত্তরে করণ লিখেছিলেন ‘বিপর্যয় মানেই তোমার এলাকা রামু , কেউ তোমায় রিপ্লেস করতে পারবে না। ‘

৪) টাইগার শ্রফ (Tiger Shroff)

Tiger Shroff, টাইগার শ্রফ

২০১৭ সালে, রাম গোপাল বর্মা তার টুইটারে টাইগার শ্রফকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছিলেন। টাইগারের একটি শার্টলেস ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন ‘টাইগার তুমি মার্শাল আর্টে দুর্দান্ত,কিন্তু যদি ব্রুস লি কখনও তোমার মতো বিকিনি বেব-এর মত ভঙ্গি করে সে আর ব্রস লি থাকবে না।’ জানা যায় এমন মন্তব্য করার জন্য তিনি পরে ক্ষমা চেয়েছিলেন।

৫) সানি লিওনি (Sunny Leone)

শ্রীদেবী,Sri Devi,কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut,করণ জোহর,Karan Johar,টাইগার শ্রফ,Tiger Shroff,সানি লিওনি,Sunny Leone

আন্তর্জাতিক নারী দিবসে, রাম গোপাল বর্মা তার ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন।পাশাপাশি সানি লিওনের নাম টেনে তিনি লিখেছিলেন, ‘আমি কামনা করি পৃথিবীর সকল নারী পুরুষদেরকে ততটা সুখ দেবেন যতটা সানি লিওন দেয়।’ যদিও টুইটে সানি কোনও প্রতিক্রিয়া জানাননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥