• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জঘন্য ছবি KGF, বলিউডের কারোর ভালোলাগেনি! ১০০০ কোটির ছবি নিয়ে বিস্ফোরক রাম গোপাল ভার্মা

Published on:

Ram Gopal Varma says nobody in bollywood liked KGF chapter 2

রাম গোপাল ভার্মার (Ram Gopal Varma) আর এক নাম যেন ‘বিতর্ক’। অতীতে বহুবার নানান বিতর্কের সঙ্গে পরিচালকের নাম জড়িয়েছে। এবার ফের এক বিতর্কে জড়িয়েছেন পরিচালক। এবার ব্লকবাস্টার কন্নড় সিনেমা ‘কেজিএফ’ (KGF) সম্বন্ধে একটি চাঞ্চল্যকর মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন রাম গোপাল।

পরিচালক সম্প্রতি ‘কেজিএফ’ সম্বন্ধে যে বক্তব্য প্রকাশ করেছেন তা অভিনেতার অনুরাগীদের যে একেবারেই পছন্দ হবে না তা নিয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারের সময় রাম গোপাল বলেন, বলিউডের (Bollywood) বড় নামী ব্যক্তিত্বদের একটা বড় অংশের নাকি যশ অভিনীত এই ব্লকবাস্টার সিনেমা একেবারেই পছন্দ হয়নি। কীভাবে ‘কেজিএফ ১’ এবং ‘কেজিএফ ২’ বক্স অফিসে এত সফল হল সেই প্রশ্নও নাকি ঘুরছে তাঁদের মনে!

KGF Chapter 2

শুধু ‘কেজিএফ’ই নয়, রাম গোপাল বলিউডের হিট ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’এর নামও টেনেছেন। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবির নাম নিয়ে পরিচালক বলেন, ‘দু’টি সিনেমা যা সব কিছু ঘেঁটে দিয়েছে, তা হল কেজিএফ চ্যাপ্টার ২ এবং দ্য কাশ্মীর ফাইলস। এই ছবিগুলি ভিন্ন স্পেকট্রামের’।

এরপর ফের যশ অভিনীত সিনেমা প্রসঙ্গে ‘সরকার’, ‘ভীরাপ্পন’ খ্যাত পরিচালক বলেন, ‘কেজিএফ চ্যাপ্টার ২’এর সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল এই ছবি বলিউডের কারোর ভালোলাগেনি। যখন একটি সিনেমা আপনার ভালোলাগেনি, অথচ সেই সিনেমাই এত টাকা আর করে, তখন বোঝা যায় না কী করা উচিত!’

Ram Gopal Varma

এটুকুই নয়, রাম গোপাল এও বলেন যে, বলিউডের এক নামী পরিচালক নাকি ‘কেজিএফ চ্যাপ্টার ২’ আধ ঘণ্টাও বসে দেখতে পারেননি। পরিচালকের কথায়, ‘বলিউডের একজন অত্যন্ত নামী পরিচালক আমায় জানান, ‘রামু আমি এই সিনেমা পাঁচ বার দেখার চেষ্টা করেছি। কিন্তু আমি আধ ঘণ্টার বেশি দেখতে পারিনি’।

তবে বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রির এই নামী পরিচালক ‘কেজিএফ’ প্রসঙ্গেই যাই বলুন না কেন, দর্শকদের এই ছবি দারুণ পছন্দ হয়েছে। ছবির বক্স অফিস কালেকশন দেখলেই সেকথা বুঝে নেওয়া যায়। ‘রকি ভাই’য়ের চরিত্রে যশের অভিনয় থেকে শুরু করে ছবির কাহিনী- দর্শকদের মধ্যে এই সবকিছুর ‘ক্রেজ’ দেখার মতো। সুপারহিট এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দু’টি সিনেমার পর আপাতত ‘কেজিএফ চ্যাপ্টার ৩’এর অপেক্ষা করছেন দর্শকরা। এমনকি করণ জোহর এবং শাহিদ কাপুর যশকে ‘ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা’ আখ্যাও দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥