• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে ভক্তি, খালি পায়েই অস্কারের মঞ্চে ‘RRR’ খ্যাত রামচরণ

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির (South Indian industry) জনপ্রিয় তারকাদের নামের তালিকায় ওপরের দিকেই থাকবে রাম চরণের (Ram Charan) নাম। এস এস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ (RRR) ছবির মাধ্যমে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছেন তিনি। এখন আর শুধুমাত্র দক্ষিণেই সীমাবদ্ধ নেই তাঁর জনপ্রিয়তা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের সিনেপ্রেমী মানুষদের কাছেও পরিচিত মুখ হয়ে গিয়েছেন রাম চরণ।

সম্প্রতি সাউথের এই সুপারস্টারের একটি ব্যবহারেই মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। এত বড় তারকা হওয়া সত্ত্বেও ঈশ্বরের প্রতি রাম চরণের অগাধ শ্রদ্ধা দেখে ভূয়সী প্রশংসা করেছেন নেটাগরিকরা। সোশ্যাল মিডিয়াতেও তুমুল ভাইরাল (Viral) হয়েছে ‘আরআরআর’ (RRR) তারকার সেই ভিডিও। এখন নিশ্চয়ই ভাবছেন কী এমন করেছেন তিনি?

   

Ram Charan

আসলে সম্প্রতি রাম চরণকে বিমানবন্দরে ক্যামেরাবন্দি করেন জনপ্রিয় পাপারাৎজি ভিরাল ভায়ানি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ভিডিও। সেখানেই অনেকের চোখে পড়ে দক্ষিণী সুপারস্টার খালি পায়ে (Barefoot) হাঁটছেন। প্রথমে অবাক হলেও পরে জানা যায় অভিনেতার জুতো না পরার কারণ।

জানা গিয়েছে, ‘আরআরআর’ তারকা ‘আয়াপ্পা দীক্ষা’ ব্রত (Ayyappa Deeksha Fast) করছেন। ৪১ দিন ধরে এই উপোস করার পর কেরালার শবরীমালা মন্দিরে গিয়ে পুজো দিতে হয়। সেই সময় গলায় পরতে হয় তুলসী এবং রুদ্রাক্ষের মালা। এছাড়াও এই ৪১ দিনে চুল-দাঁড়িও কাটতে নেই। আয়াপ্পা দীক্ষা মানছেন বলেই জুতো না পরেই হাঁটছেন রাম চরণ। পাশাপাশি এই জন্যই পরেছিলেন কালো রঙের পোশাক। বিদেশের উদ্দেশে রওনা হওয়ার সময়ও সেই নিয়মের অন্যথা করেননি অভিনেতা।

Ram Charan barefoot

ঈশ্বর এবং নিজের সংস্কৃতির প্রতি ‘আরআরআর’ তারকার এত সম্মান ও শ্রদ্ধা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘দক্ষিণের তারকারা সত্যি খুব নিরহংকারী হন। নিজের সংস্কৃতির কত শ্রদ্ধা করেন’। আর একজন আবার রাম চরণের কালো রঙের পোশাক এবং খালি পায়ে হাঁটার কারণ ব্যাখ্যা করে লিখেছেন, ‘উনি আয়াপ্পার জন্য উপোস করছেন। সেই জন্যই কালো রঙের পোশাক পরেছেন এবং খালি পায়ে রয়েছেন’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


প্রসঙ্গত উল্লেখ্য, মার্চ মাসে আয়োজিত হতে চলা অস্কারে রাম চরণ অভিনীত ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ মনোনীত হয়েছে। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছে এই গান। এবার দেখা যাক, গোল্ডেন গ্লোবের পর ‘নাটু নাটু’র হাত ধরে ভারতে অস্কারও আসে কিনা।

site