• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনেতা মানেই কম পড়াশোনা নয়! বিরাট বিরাট ডিগ্রি আছে এই ৫ সাউথ সুপারস্টারের, শুনলে মুগ্ধ হবেন

দক্ষিণ ভারতীয় অভিনেতাদের (South Indian Actor) জনপ্রিয়তা এখন আর শুধু ভারতে সীমাবদ্ধ নেই, গোটা দেশে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁদের। তুখোড় অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তাঁরা। সাউথের বহু তারকার প্রশংসা করেছেন হলিউড সেলেবরা। তবে আপনি কি জানেন, শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও (Highly Educated) তুখোড় দক্ষিণের জনপ্রিয় অভিনেতারা। আল্লু অর্জুন, রাম চরণ, বিজয় দেবরাকোন্ডাদের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) শুনলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা

আল্লু অর্জুন (Allu Arjun)- ‘পুষ্পা’ ছবির মাধ্যমে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছেন আল্লু অর্জুন। আজ একডাকে সবাই চেনে তাঁকে। জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর হায়দ্রাবাদের এমএসআর কলেজ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন আল্লু অর্জুন।

   

Allu Arjun, Allu Arjun education qualification

প্রভাস (Prabhas)- ‘বাহুবলী’, আদিপুরুষ’ খ্যাত প্রভাসের শিক্ষাগত যোগ্যতাও তাক লাগানো। হায়দ্রাবাদের শ্রী চৈতন্য কলেজ থেকে বি টেক ডিগ্রি সম্পূর্ণ করেছেন অভিনেতা। এরপর অভিনয় দুনিয়ায় পা রাখেন প্রভাস। বাকিটা তো সকলেরই জানা।

Prabhas, Prabhas education qualification

বিজয় দেবরাকোন্ডা (Vijay Devarakonda)- সাউথের এই সুদর্শন অভিনেতার জনপ্রিয়তা মহিলামহলে দেখার মতো। নিজের হ্যান্ডসাম লুকসের মাধ্যমে ‘ন্যাশানাল ক্রাশ’ তকমা আদায় করে নিয়েছেন তিনি। সেই বিজয় হায়দ্রাবাদের বাদ্রুকা কলেজ অফ কমার্স অ্যান্ড আর্টস থেকে পড়াশোনা করেছেন। বি কম ডিগ্রি রয়েছে অভিনেতার।

Vijay Devarakonda, Vijay Devarakonda education qualification

ধনুষ (Dhanush)- শুধু দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিই নয়, বলিউডেরও অত্যন্ত পরিচিত মুখ ধনুষ। রজনীকান্তের প্রাক্তন জামাইও বেশ উচ্চ শিক্ষিত। মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন ধনুষ।

Dhanush, Dhanush education qualification

রাম চরণ (Ram Charan)- অস্কারজয়ী ‘আরআরআর’ ছবিতে অভিনয় করে সারা বিশ্বের অগুনতি সিনেপ্রেমী মানুষের মন জয় করে নিয়েছেন রাম চরণ। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন একাধিক বিশ্ববিখ্যাত তারকা। তবে অনেকেই জানেন না, বিশ্বের একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন অভিনেতা।

Ram Charan, Ram Charan education qualification

প্রথমে হায়দ্রাবাদের সেন্ট মেরি কলেজে ভর্তি হয়েছিলেন রাম চরণ। যদিও সেখানে নিজের পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি তিনি। এরপর শোনা যায়, লন্ডন স্কুল অফ আর্টস থেকে পড়াশোনা করেন অভিনেতা। শুধু তাই নয়, নমিত কাপুরের অ্যাক্টিং স্কুল থেকে অভিনয়ের পাঠও নিয়েছেন রাম চরণ।