• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই নৌটঙ্কিবাজ! এলাহী বাড়ি গাড়ি ছেড়ে ‘ম্যা ম্যা’ করে রাস্তায় ভেড়া চড়াচ্ছেন রাখি, রইল ভিডিও

বলিউডের ‘ড্রামা ক্যুইন’ তিনি। এখানে কথা হচ্ছে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। কখনও জুলি সেজে আবার কখনও প্রকাশ্যে দেবদূতের মা হওয়ার কথা বলে সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেন অভিনেত্রী। গত কয়েক মাস ধরে আবার নতুন প্রেমের জন্য চর্চায় চলে এসেছিলেন তিনি।

‘বিগ বস’ খ্যাত রাখি ফের একবার নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন। সৌজন্যে তাঁর একটি ভিডিও। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, মাইসোরের (Mysore) রাস্তায় ভেড়া (Sheep) চড়াচ্ছেন তিনি। সেই ভিডিওয় আবার নেটিজেনদের উদ্দেশে বার্তাও দিয়েছেন অভিনেত্রী।

   

Rakhi Sawant

রাখি এই মুহূর্তে তাঁর বয়ফ্রেন্ড আদিল দুরানির সঙ্গে মাইসোরে ঘুরতে গিয়েছেন। সেখানে গিয়েই রাস্তায় রাস্তায় ভেড়া চড়াচ্ছেন নায়িকা। তা দেখে নেটিজেনদের একাংশের কটাক্ষ, মুম্বইয়ে কাজ না পেয়ে শেষ পর্যন্ত ভেড়া চড়িয়ে পেট চালাচ্ছেন ‘ড্রামা ক্যুইন’ রাখি!

Rakhi Sawant and Adil Durrani

ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, এক পাল ভেড়ার মাঝে দাঁড়িয়ে রয়েছেন রাখি। তাঁর পরনে একটি ফ্লোরাল প্রিন্টেড ড্রেস এবং চোখে রোদচশমা। অভিনেত্রী বলছেন, ‘এরা আমার ভেড়া। আমি এই মুহূর্তে মাইসোরে রয়েছি’। এরপর একটি হাতে লাঠি নিয়ে ভেড়া চড়াতে চড়াতে অভিনেত্রী বলেন, ‘এই দেখো এরা আমার ভেড়া’। সেই ভিডিওয় রাখি এও জানিয়েছেন যে, তিনি মাইসোরে বয়ফ্রেন্ড আদিলের সঙ্গে ঘুরতে গিয়েছেন। তবে ভিডিওয় তাঁর দেখা মেলেনি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

‘ড্রামা ক্যুইন’ রাখির এই ভিডিও নেটিজেনদের বেশ ভালোলেগেছে। একের পর এক কমেন্ট করছেন তাঁরা। একজন যেমন লিখেছেন, ‘উনি এবার নিজের জীবন চুটিয়ে এনজয় করছে’। আর একজন আবার কমেন্ট করেছেন, ‘এখনও পর্যন্ত আমার দেখা রাখির সবচেয়ে মজার ভিডিও এটি’।

রীতেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ব্যবসায়ী আদিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রাখি। কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন, তাঁকে দুবাইয়ে একটি ফ্ল্যাট উপহার করেছেন আদিল। সেই ফ্ল্যাটের ছবি এবং ভিডিও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।