খবরবিনোদনভিডিও

দ্বিতীয় বিয়ের পরেই মাতৃহারা, মাকে হারিয়ে অঝোরে কাঁদছেন রাখি, সমবেদনা নেটিজেনদের

রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এমন একজন ব্যক্তিত্ব যাকে সর্বদা হাসিমুখেই দেখেছেন দর্শকরা। কিন্তু এবার তাঁর পরিবারেই নেমে এল শোকের ছায়া। শনিবার প্রয়াত হয়েছেন অভিনেত্রীর মা জয়া (Jaya Sawant)। অনেকেই জানেন, মাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন রাখি। স্বাভাবিকভাবেই তাই তাঁর প্রয়াণে প্রচণ্ড ভেঙে পড়েছেন তিনি। কাছের মানুষকে হারানোর পর অভিনেত্রীর অবস্থা দেখে চোখে জল এসে গিয়েছে নেটিজেনদের।

রাখির মা (Rakhi Sawant mother) অনেকদিন ধরেই মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন। অভিনেত্রীর মায়ের ব্রেন টিউমার হয়েছিল এবং সেই সঙ্গেই ক্যান্সারও বাসা বেঁধেছিল তাঁর শরীরে। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়াদেবী। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শেষ সময়ে মায়ের পাশেই ছিলেন ‘বিগ বস’ প্রতিযোগী।

Rakhi Sawant's mother passed away

গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে মায়ের প্রয়াণের সংবাদ দেন রাখি। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন জয়াদেবী। অপরদিকে মেঝেতে বসে অঝোরে কেঁদে চলেছেন অভিনেত্রী।

সংশ্লিষ্ট ভিডিওটির শেয়ার করে রাখি ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমার মাথার ওপর থেকে মায়ের আশীর্বাদের হাত উঠে গেল। আমার কাছে হারানোর আর কিছু রইল না। আমি তোমায় খুব ভালোবাসি মা। এখন কে আমার ডাক শুনবে আর কে আমায় জড়িয়ে ধরবে মা… এবার আমি কী করব… কোথায় যাব… আমি তোমায় খুব মিস করছি মা’।

Rakhi Sawant's mother passed away

রাখির শেয়ার করা ভিডিও দেখে চোখে জল এসে গিয়েছে নেটিজেনদেরও। একের পর এক কমেন্ট করে অভিনেত্রীকে সাহস জোগাচ্ছেন তাঁরা। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব, সহকর্মী থেকে শুরু করে অনুরাগী- প্রত্যেকে এই কঠিন সময়ে রাখির মনোবল বাড়ানোর চেষ্টা করছেন।


যদিও মাকে হারিয়ে রাখির নিজেকে সামলানোর মতো পরিস্থিতিতে নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, মায়ের মরদেহ নিয়ে হাসপাতাল থেকে বেরোচ্ছেন রাখি। আর সেই সঙ্গেই অঝোরে কেঁদে চলেছেন তিনি। অভিনেত্রীকে দেখেই বোঝা যাচ্ছিল, মাকে হারানোর যন্ত্রণায় প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছেন তিনি।

Back to top button