• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম যেন উথলে উঠেছে! রাস্তা ভর্তি লোকের সামনে বরকে চুমু, ভাইরাল রাখি সাওয়ান্তের ভিডিও

অবশেষে প্রায় শেষের পথে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগ বস ১৫ । বেশ কিছুদিন ধরেই এই শোয়ের সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন বিনোদন জগতের অন্যতম চর্চিত অভিনেত্রী রাখী সাওয়ান্ত। মাঝে মধ্যেই নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে কিংবা নিজের উদ্ভট সাজের জন্য শিরোনামে চলে আসেন বলিউডের এই ড্রামা ক্যুইন।

চলতি সপ্তাহেই বিগ বসের চূড়ান্ত পর্বের আগে এলিমিনেট হয়ে গিয়েছেন রাখি। তার আগেই অবশ্য এই শো থেকে বিদায় নিয়েছিলেন রাখির স্বামী রীতেশ।উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই নিজেকে বিবাহিত বলে দাবি করে আসছিলেন রাখি। সেইসাথে তিনি জানান তার স্বামীর নাম রীতেশ।

   

রাখি সাওয়ান্ত,Rakhi Sawant,রীতেশ,Ritesh,বিগবস,Big Boss,লিপ লক ভিডিও,Lip Lock Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral

এরপরই বিগ বসের ঘরে ধুমধাম করে এন্ট্রি নিতে দেখা যায় ওই ব্যক্তিকে। আজ এবং আগামীকাল বিগ বসের গ্রান্ড ফিনালেতে দেখা যাবে তাদের। সেখানে তাদের ম্যাচিং হলুদ পোশাক পরে এন্ট্রি নিতে দেখা যাবে। এরইমধ্যে আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাখী এবং রীতেশ এর একটি ভিডিও।

রাখি সাওয়ান্ত,Rakhi Sawant,রীতেশ,Ritesh,বিগবস,Big Boss,লিপ লক ভিডিও,Lip Lock Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral

এই ভিডিওতে দেখা যাচ্ছে বিগ বসের সেটের বাইরে উপস্থিত চিত্র সাংবাদিকরা ঘিরে ধরেছেন রাখি এবং রীতেশকে। এরপরই আচমকা অন ক্যামেরা নিজের স্বামী বলে দাবি করা রীতেশের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায় রাখি। রাখি রীতেশের এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিও।

রাখি সাওয়ান্ত,Rakhi Sawant,রীতেশ,Ritesh,বিগবস,Big Boss,লিপ লক ভিডিও,Lip Lock Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral

এছাড়া আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে জনপ্রিয় পুষ্পা সিনেমার গানে নিজস্ব স্টাইলে রীতেশের সাথে নেচে দেখান রাখি। উল্লেখ্য সম্প্রতি বিগ বসের এক এপিসোডে রাখি ফাঁস করেছেন রীতেশের সঙ্গে তাঁর বিয়েটা সব নিয়ম-কানুন মেনে হয়নি। অন্যদিকে রীতেশ জানান, রাখি তাঁর আইনসম্মত স্ত্রী নন। তার প্রথম পক্ষের স্ত্রী স্নিগ্ধ প্রিয়া তাকে ডিভোর্স দিতে রাজি নন। কিন্তু রীতেশ জানান, মন থেকে তিনি রাখিকেই নিজের স্ত্রী মানেন, আইনি জটিলতা কাটলে রাখিকেই তিনি বিয়ে করবেন।

রাখি সাওয়ান্ত,Rakhi Sawant,রীতেশ,Ritesh,বিগবস,Big Boss,লিপ লক ভিডিও,Lip Lock Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

site