• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুলোয় যাক শরীরচর্চা! জিমে গিয়ে ট্রেনারের সাথে উদ্যম নাচে মাতলেন রাখি সাওয়ান্ত, দেখুন ভিডিও

Updated on:

Rakhi Sawant Dancing in Jim

বলিউডে বিতর্কিত মন্তব্য করায় ড্রামা কুইন (Drama Queen) রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) জুড়ি মেলা ভার। যার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু সেসব খুব একটা গায়ে মাখেন না তিনি। উল্টে সবসময় এমন কিছু না কিছু করতে থাকেন যার মাধ্যমে প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন তিনি। সম্প্রতি পর্ণগ্রাফিক কান্ডেও মুখ খুলেছিলেন তিনি।

তবে এই মামলায় রাজ কুন্দ্রার কোনো দোষ খুঁজে পাননি রাখি। উল্টে রাজের সমর্থনে সংবাদমাধ্যমে তিনি বলেন ‘আমি কারোর বিরুদ্ধে নই। মাথায় বন্দুক ঠেকিয়ে কেউ পর্নোগ্রাফি শুট করতে বাধ‍্য করে না। তাই কাউকে দোষ দেওয়া উচিত না। যৌনতা বেচলে মানুষ যৌনতা কিনবে। প্রতিভা বেচলে মানুষ প্রতিভা কিনবে। সারা বিশ্বে কত মানুষই তো কত কী করছে তাহলে শুধু রাজ কুন্দ্রাকে কেন দোষ দেওয়া হচ্ছে?’

Rakhi Sawant Dancing in Jim,Bollywood Drama Queen,Rakhi Sawant,Jim,Rakhi Sawant Dancing,বলিউড,রাখি সাওয়ান্ত,ড্রামা কুইন

সেইসাথে তিনি আরও বলেন ‘তালি এক হাতে বাজে না। যারা এই ধরনের ছবিগুলি শুট করেছেন তারাও তো তখন কড়কড়ে নোট গুনতে মজা পেয়েছেন। তাহলে এখন তারা হঠাৎ মুখ খুলছেন কেন? আমি কারোর বিপক্ষে নই, আমি সত‍্যের পক্ষে।’ উল্লেখ্য পর্ণকান্ডের জেরে গোটা ইন্ডাস্ট্রি যখন অস্বস্তি তখন রাখি সাওয়ান্ত শিল্পা এবং তাঁর পরিবারের হয়ে জোর গলায় সাফাই গেয়েছেন ।

Rakhi Sawant Dancing in Jim

এমনিতে বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন রাখি সাওয়ান্ত। আর সম্প্রতি শরীরচর্চায় মন দিয়েছেন তিনি। সেই কারণেই নিয়মিত জিম করছেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শরীর চর্চার ভিডিও শেয়ার করেন রাখি। জিমের ফাঁকেই ট্রেনারের সাথে নাচের রিল ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি ইন্সটাগ্রামে তেমনই একটি রিল ভিডিও শেয়ার করেছেন রাখি।

ভিডিওতে দেখা যাচ্ছে জিমের মধ্যেই ট্রেনারের সাথে জুটি বেঁধে অজয় দেবগণ (Ajay devgan) আর উর্মিলা মাতন্ডকর (Urmila Matandkar)-এর জনপ্রিয় গান ‘কয়ামত’-এর সাথে নাচ করছেন রাখি। এদিন রাখির পরনে ছিল মেরুন স্পোর্টস ব্রা ও লাল জেগিংস। উল্লেখ্য কিছুদিন আগেই রাখি জানিয়েছিলেন নাচ তাঁর প্রিয় ওয়ার্ক আউট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥