• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপিকাকে ‘টেক্কা দিয়ে’ এবার ‘মস্তানি’ রাখি সাওয়ান্ত! খুঁজছেন বাজীরাওকে, ভাইরাল ছবি

কাজের থেকে অনেক বেশি বিতর্কিত কার্যকলাপের কারণে শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যেই এমন একেকটা কাজ করে বসেন তিনি যার কারণে নেটিজেনদের একাংশ তাকে ‘ড্রামা ক্যুইন’ বলে ডাকন। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। কারোর ধার ধারেননা তিনি যখন যা মনে হয় তাইই করেন। এবারেও এমনই এক কান্ড ঘটালেন রাখি।

রাখি মানেই সেখানে হাজির হয় একঝাঁক পাপারাজ্জি। কেননা অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মত ‘তারকা’সত্তা না দেখিয়ে তাদের বেশ বিনোদন দেন রাখি সাওয়ান্ত। মানুষকে মনোরঞ্জন দিতে সদা সর্বদা তৈরি অভিনেত্রী।

   

রাখি সাওয়ান্ত,দীপিকা পাড়ুকোন,বলিউড,বাজীরাও মস্তানি,Rakhi Sawant,bajirao mastani,deepika Padukone

তবে মাঝেমধ্যেই বিনোদন দিতে গিয়ে বেশ বাড়াবাড়িও করে বসেন ড্রামা ক্যুইন। এই যেমন সম্প্রতি বাজিরাও মস্তানি ছিবর মস্তানির মতো সেজে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে পড়লেন তিনি। অবিকল দীপিকা পাড়ুকনের মতো সেজে তিনি নাকি বাদ্যযন্ত্র হাতে খুঁজে চলেছেন তার বাজীরাওকে।

রাখি সাওয়ান্ত,দীপিকা পাড়ুকোন,বলিউড,বাজীরাও মস্তানি,Rakhi Sawant,bajirao mastani,deepika Padukone

স্বভাবতই এই ছবি ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। এই প্রসঙ্গে পাপারাৎজিদের রাখি বলেন, ‘আমি খুব কষ্টে রয়েছি। না ভ্যাকসিন পাচ্ছি, না কোনও পোশাকের দোকান খুলছে, না মুম্বই খুলছে, না লকডাউন শেষ হচ্ছে। আমি ভীষণ নিরাশ হয়ে রয়েছি”।

site