• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শো শুরুর আগেই নৌটঙ্কি চালু! ‘Big Boss’র ঘরে প্রেমিক আদিলকে বিয়ের আবদার ‘ড্রামা কুইন’ রাখির

বলিউডের ‘ড্রামা ক্যুইন’ রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মাঝেমধ্যেই কিছু না কিছু করে, বা কোনও বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি যেমন নিজের বিয়ে নিয়ে অনুরাগীদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, প্রেমিক আদিল দুরানির সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন অভিনেত্রী। আর তিনি চান ‘বিগ বস’ (Bigg Boss) ঘরে বিয়ে (Married) করতে। রাখির দাবি, তাঁকে এবং তাঁর প্রেমিক আদিলকে সলমনের শোয়ের অংশ করা হোক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি শুধুমাত্র ‘বিগ বস ১৬’এর অংশ হতে চান সেটাই নয়, বরং সেই শোয়েই আদিলের সঙ্গে সাত পাকও ঘুরতে চান।

   

Rakhi Sawant and Adil Durrani

রাখি সেই সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি আমরা বিগ বসের ঘরে থাকি, তাহলে বিগ বসই আমাদের বিয়ে করাবেন, নিকাহ করাবেন। আমি বলছি বিগ বসের ঘরেই আমার আদিলের সঙ্গে বিয়ে করিয়ে দাও। আমরা যদি বিগ বসে যাই তাহলে আদিলই বলবে বিগ বস আমাদের বিয়ে করিয়ে দাও। আমি এর জন্য তৈরি’।

রাখি ‘বিগ বস’এর তিন সিজনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু একবারও জিততে পারেননি। সলমনের শোয়ের প্রথম সিজনের অংশ ছিলেন তিনি। ৮৪তম দিনে শো থেকে বাইরে চলে যান। খেতাব জিতেছিলেন রাহুল রায়। এরপর সিজন ১৪’এ অংশগ্রহণ করেন তিনি। সেই সিজনের বিজেতা হয়েছিলেন রুবিনা দিলায়েক। রাখি পঞ্চম স্থান অর্জন করেছিলেন।

Rakhi Sawant

এই দুই সিজন জিততে ব্যর্থ হওয়ার পর সিজন ১৫’তেও অংশগ্রহণ করেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। শোয়ের ৫৬তম দিনে ওয়াইল্ড কার্ড হিসেবে অংশগ্রহণ করেন তিনি। তবে তাও খেতাব জিততে পারেননি। বিজেতা হয়েছিলেন তেজস্বী প্রকাশ। এবার ফের সিজন ১৬’র অংশ হতে চাইছেন রাখি।

অপরদিকে ‘বিগ বস ১৬’এর কথা বলা হলে, জানা যাচ্ছে এবার সলমনের শোয়ের থিম হতে চলেছে ‘অ্যাকোয়া’। ‘বিগ বস’এর নতুন সিজনে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে, দিব্যাঙ্কা ত্রিপাঠি, অর্জুন বিজলানি, টিনা দত্ত, সুরভি জ্যোতি, মুনাওয়ার ফারুকি, পুনম পাণ্ডে, আজমা ফালাহর মতো টিভির দুনিয়ার পরিচিত মুখদের।