• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একাধিক বিয়ে থেকে হাজারো বিতর্ক, বায়োপিক বানাতে চান রাখী, নায়িকা হিসাবে পছন্দ এই অভিনেত্রী!

Updated on:

Rakhi Sawant wants Alia Bhatt or Vidya Balan to play her role in her biopic

বিনোদন জগতে ‘ড্রামা কুইন’ নামেই খ্যাত রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। সোশ্যাল মিডিয়ার হামেশাই নিজের নিত্য নতুন কান্ড কারখানার জন্য ভাইরাল হয়ে যান রাখি। টেলিভিশন জগতের জনপ্রিয় এই অভিনেত্রী যাই করেন না কেন তার সাথে জড়িয়ে থাকে হাই ভোল্টেজ ড্রামা। বিশেষ করে চলতি বছরের শুরুতেই আদিল দুরানি খানের সঙ্গে বিয়ে এবং তারপর বিবাহ বিচ্ছেদ।

সম্পর্কের জটিলতা এবং সেই সংক্রান্ত নানান ঝামেলা অশান্তি নিয়ে কিংবা দাম্পত্য কলহ নিয়ে বহুবার লাইম লাইটে এসেছেন অভিনেত্রী।রাখী র অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজত বাসও হয়েছিল আদিলের।  কিন্তু এখানেই শেষ নয় তারপর রাখির আরও ভয়ানক অভিযোগ ছিল আদিল নাকি তাঁর নগ্ন ভিডিয়ো মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছেন।

Rakhi Sawant wants Alia Bhatt or Vidya Balan to play her role in her biopic

এই ভাবেই একের পর এক অভিযোগের পাহাড় নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন রাখী। আদিলের সাথে বিয়ের পর ধর্মান্তরিত হয়ে ফতিমা নাম গ্রহণ করেছিলেন রাখি। শান্তির খোঁজে উমরাহ করতে মক্কায় গিয়েছিলেন অভিনেত্রী। সবমিলিয়ে এই ‘ড্রামা কুইন’-এর জীবন কিন্তু সিনেমার থেকেও অনেক বেশি রঙিন আর ঘটনাবহুল।

আরও পড়ুনঃ চুল কেটেই মালামাল! ৪০০ গাড়ি থেকে এলাহী বাড়ি, মুকেশ অম্বানিকেও লজ্জায় ফেলছে এই কোটিপতি নাপিত

এবার নিজের সেই জীবনকেই সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে চাইছেন অভিনেত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে রাখি সাওয়ান্তের একটি সাক্ষাৎকারের ভিডিও। সেখানে অভিনেত্রী নিজের মুখে জানাচ্ছেন খুব তাড়াতাড়ি নাকি আসতে চলেছে তাঁর বায়োপিক (Biopic)।

আরও পড়ুনঃ বাবা-মাকেও ছাড়ে না, ভিডিও ভাইরাল হতেই ফাঁস হল স্মার্ট নন্দিনী দিদির আসল চেহারা!

Rakhi Sawant wants Alia Bhatt or Vidya Balan to play her role in her biopic

এর কটা সিজন হবে,কোন কোন অভিনেতা কাজ করবেন, কি মিউজিক হবে সেসব ব্যাপারে  আপাতত তিনি কিছুই জানেন না। তবে চিন্তা ভাবনা চলছে তাঁর  চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে। কোনো অভিনেত্রীর নাম ঠিক না হলেও এদিন রাখি জানিয়েছেন তাঁরা ইতিমধ্যেই দুজন বলিউড অভিনেত্রীর সাথে কথাবার্তা বলছেন। তাঁরা হলেন আলিয়া ভাট আর বিদ্যা বালন (Alia Bhatt & Vidya Balan)।

রাখী সাওয়ান্তের এই ভিডিও প্রকাশ্যে আসতেই  সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। রাখীকে নিয়ে রীতিমতো মশকরা করতে শুরু করেছেন সকলে।  কেউ বলছেন বিদ্যা তো বটেই আলিয়াও তাঁর ধরাছোঁয়ার বাইরে। অনেকেই আবার এক কাঠি এগিয়ে রাখীকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥