• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রামদেব বাবাকে বিয়ের জন্য উঠেপড়ে লেগেছিলেন রাখি সাওয়ান্ত! অভিনেত্রীর মন ভেঙেছিলেন যোগবাবা

Published on:

বাবা রামদেবকে যোগগুরু হিসেবে চেনে প্রায় সারা পৃথিবী। ‘পতঞ্জলি আয়ুর্বেদিক’-এর দৌলতে সকল ভারতবাসীর কাছে জ্ঞাত একটি ব্যক্তিত্ব রামদেব বাবা। যদিও বারেবারেই নানান কাণ্ডে জড়িয়েছে বাবার নাম। সম্প্রতি এক বলি-অভিনেত্রী তাঁকে বিবাহ করার জন্য আদাজল খেয়ে লেগে পড়েছিলেন। এই অভিনেত্রীর নামও নানা কারণে খবরে উঠে এসেছে বারংবার। দুর্ভাগ্যবশত রামদেব বাবা ওই অভিনেত্রীকে ‘বেহায়া’ আখ্যা দেন!

বাবা রামদেব একজন সাধু হিসেবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিরোধী, এ কথা প্রায় সর্বজনবিদিত। কিন্তু বলি-অভিনেত্রী রাখি সাওয়ান্ত-এর বিবাহপ্রস্তাবে যারপরনাই অস্বস্তিতে যোগগুরু। তিনি নিজেই রাখির এমনতর আচরণের সম্পর্কে খোলাখুলি জানিয়েছেন। রাখি যখন দিল্লিতে যোগগুরুর সঙ্গে দেখা করেন, তখনই নাকি তিনি বিবাহের প্রস্তাব দেন রামদেবকে। স্বভাবতই নেটিজেনদের কাছে এই ঘটনা এক নতুন খোরাক জুগিয়েছে।

সংবাদমাধ্যমের সামনে এটুকু বলেই মুখে কুলুপ আঁটেন যোগগুরু। রামদেব জানান, “উনি একজন অশ্লীল মহিলা। ওনার ব্যাপারে আর কিছু বলতে চাই না।” বলিউডের বোল্ড অভিনেত্রী হিসেবে সবসময়ই খবরে থেকেছেন রাখি। যদিও রাখিকে ‘বেহায়া’ বলার প্রসঙ্গে অনেক নেটিজেনেরই বক্তব্য, “বাবা রামদেবও শুধুমাত্র নেংটি পরে প্রত্যহ টেলিভিশনে আসেন, তখন কারোর কোনো বক্তব্য নেই কেন?” এ প্রসঙ্গে এরপর আর কোনো জবাবই পাওয়া যায়নি কোনো পক্ষ থেকেই!

বলিতারকাদের অনেকেই যে বাবার ফ্যান, তা আর আলাদা করে বলে দিতে হয় না। শিল্পা শেট্টি এ বিষয়ে জানিয়েছিলেন যে, একসময়ে তাঁর জীবনে মোড় ঘুরিয়েছিল যোগা, তাই রামদেবের বড় ভক্ত উনি। যদিও শুধু যোগাতেই থেমে থাকেননি যোগগুরু। জাগতিক বন্ধনে রামদেব আবদ্ধ হতে চান না ঠিকই, অন্যদিকে পরবর্তী সিজনে আইপিএল দল স্পন্সর করার ভাবছে পতঞ্জলি। এই খবর ঘিরে এখনই গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥