• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সমাজের জন্য মরণোত্তর ‘স্তনদান’ করব! বেফাঁস মন্তব্যের জেরে তীব্র কটাক্ষের শিকার রাখী সাওয়ান্ত

Published on:

When Rakhi Sawant announced she would donate her breasts, video again goes viral

বলিউডের ড্রামা কুইন নাম পরিচিত রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। অভিনেত্রীকে পছন্দ হোক বা না হোক, তাঁকে এড়িয়ে যাওয়া একপ্রকার অসম্ভব। কখনো বেফাঁস মন্তব্য তো কখনো নিজের অদ্ভুত কাজ কর্মের জেরে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে আসেনই নায়িকা। সম্প্রতি যেমন নেটমাধ্যমে অভিনেত্রীর একটি পুরনো ভিডিও (Video) ভাইরাল হয়েছে। যা দেখার পর ফের তাঁকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়ে গিয়েছে।

প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী কখনও জুলি সেজে, কখনও স্পাইডারম্যান সেজে আবার কখনও রাস্তায় ভেড়া চড়িয়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেন। এসব কাজের জন্য তাঁকে নিয়ে চর্চাও কম হয় না। তবে এবার রাখির যে বিতর্কিত ভিডিও ভাইরাল (Viral) হয়েছে তা থেকে এক কথায় চোখ ফেরানো দায়।

Rakhi Sawant

সম্প্রতি নেটমাধ্যমে রাখির একটি পুরনো ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি নিজের স্তন (Brest) দানের (Donate) কথা ঘোষণা করছেন। ভিডিওর শুরুতেই দেখা যায় তিনি একজন অভিনেত্রীর (দেখে মনে হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন। কারণ উনি নিজের চক্ষুদানের কথা ঘোষণা করেছেন) চোখের প্রশংসা করছেন। সাথে ঐশ্বর্য রাই মরণোত্তর চক্ষুদানের কথা ঘোষণা করেছেন সেটাও জানিয়েছেন।

এরপরই রাখি বলেন, এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছেন, যারা দান করতে প্রচণ্ড ভালোবাসেন। সেই কারণে নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দানের কথাও ঘোষণা করেছেন তাঁরা। তবে সবার মত একই ধরণের চোখ, কিডনি বা লিভার দেন দান করতে রাজি নন অভিনেত্রী। সেই সকল ব্যক্তিদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে রাখি নিজের স্তনযুগল দানের কথা ঘোষণা করেন।

‘ড্রামা ক্যুইন’ হিসেবে পরিচিত রাখি বলেন, সমাজের উন্নতির জন্য তিনি নিজের স্তনযুগল দান করতে চান। ভিডিওর শেষে অভিনেত্রী বলেন, ‘এবার দেখার যাক, কে সেগুলি পায়’। নেটমাধ্যমে রাখির এই বিতর্কিত ভিডিও ফের চরম ভাইরাল হয়ে পড়েছে।

রাখির এই ভিডিওয় একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরা। একদিকে যেমন নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে তাঁর এই সিদ্ধান্তের জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই আবার অনেকে সেখানে বেশ নোংরা মন্তব্যও করেছেন। কেউ কেউ তো এই নিয়ে খিল্লিও শুরু করে দিয়েছেন।

Rakhi Sawant,Rakhi Sawant breast donation,bollywood,entertainment,রাখি সাওয়ান্ত,রাখি সাওয়ান্ত স্তনদান ঘোষণা,বলিউড,বিনোদন

বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী একবার জানিয়েছিলেন, তিনি কেরিয়ারের শুরুতে ‘ব্রেস্ট এনহ্যান্সমেন্ট সার্জারি’ করিয়েছিলেন। তবে ২০১০ সালের শেষ দিকে রাখি দাবি করেন, তিনি নাকি তাঁর স্তনের ওপর করা সমস্ত ইমপ্ল্যান্ট বের করে দিয়েছেন। যদিও নেটিজেনদের অনেকেরই দাবি, ডাহা মিথ্যে কথা বলেছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥