• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কন্ডোমে জল ভরে হোলি খেলতেন, ছুঁড়তেন লোকের মাথায়! শৈশবের মজাদার স্মৃতি শেয়ার করলেন রাখি

rakhi sawant,holi,condom,রাখি সাওয়ান্ত,কন্ডোম,হোলি,বলিউড

বয়সটাই বেড়েছে শুধু, ম্যাচিওরিটিতে তিনি এখনও ক্লাস ফাইভের বাচ্চা। কথা হচ্ছে রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) নিয়ে। বলিউডের ড্রামা ক্যুইন নামে পরিচিত তিনি। কিন্তু আজকাল তাকে কন্ট্রোভার্সি ক্যুইন বললেও ভুল হয়না। কেননা যেখানেই রাখি, সেখানেই বিতর্ক। তার বিয়ে থেকে, সম্পর্ক, বন্ধুত্ব থেকে কাজ কর্ম সব কিছু নিয়েই রয়েছে বিতর্ক। আর রাখি মানেই যাকে বলে ফুল অফ এন্টারটেইনমেন্ট।

তাকে নিয়ে সর্বদাই সরগরম থাকে পেজ থ্রির পাতা। তার কান্ডকারখানার জেরে দেদার ট্রোলড ও হন রাখি, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।উল্টে সবসময় এমন কিছু না কিছু করতে থাকেন যার মাধ্যমে প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন তিনি।

Rakhi Sawant 3

ছেলেবেলা থেকেই তিনি দুরন্ত। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, রাখি নিজের শৈশবের বিভিন্ন স্মৃতি শেয়ার করে জানালেন, তিনি কন্ডোমকে বেলুন ভাবতেন। আর তাতেই রঙিন জল ভরে লোকের মাথায় ছুঁড়তেন তিনি। তিনি জানান, “আমি যখন ছোট ছিলাম, তখন হোলির সময়ে একটি বেলুন পেয়েছিলাম। আর তাতেই জল ভরে, রঙ ভরে আমি খেলতাম। যদিও এই কাজের জন্য সকলেই আমায় গালি দিত, আমি উত্তরে বলতাম, ‘বুড়া না মানো হোলি হ্যাঁয়’ “।

rakhi sawant,holi,condom,রাখি সাওয়ান্ত,কন্ডোম,হোলি,বলিউড

রাখিকে অনেকে তখন বলতেন এই অসভ্যতার জন্য মার খাবে তুমি। তখন রাখি যখনই বলে হোলি তো, তাই বেলুনে রঙ ভরে ছুঁড়েছি। পরে তিনি জানতে পেরেছেন ওটা বেলুন নয়, কন্ডোম। এবং তখনই তিনি জানতে পারেন কন্ডোমের আসল কাজ। এছাড়াও রাখি জানান, খুব ছোট বেলাতেই মাত্র ১৫-১৬ বছরে তিনি বলিউডে প্রবেশের জন্য স্তন সার্জারি করিয়েছিলেন। কারণ সেই সময় কসমেটিক সার্জারির প্রবণতা ছিল। তবে এটাকেই জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥