• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্রা পরে বসে রইলেন রাখি! শ্যাম্পু সাবান দিয়ে অভিনেত্রীকে স্নান করিয়ে দিলেন রাহুল বৈদ্য

Published on:

Rakhi Sawant Bigg Boss 14

কাজের থেকে অনেক বেশি বিতর্কিত কার্যকলাপের কারণে শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মাঝেমধ্যেই এমন একেকটা কাজ করে বসেন তিনি যার কারণে নেটিজেনদের একাংশ তাকে ‘ড্রামা ক্যুইন’ (Drama Queen) বলে ডাকেন। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। কারোর ধার ধারেননা তিনি যখন যা মনে হয় তাইই করেন।

Jasmin vasin Rakhi Sawant

বিগবসের (Bigg Boss) এর ঘরে হরদম তাকে নিয়ে লেগেই থাকে বিতর্ক। আর বিগবস যেন ক্রমেই নেশার মত হয়ে উঠেছে দর্শকদের কাছে। ঘরের মধ্যেকার ঝামেলা, বিতর্ক, প্রেম, খুনসুটি, লড়াই, এবং বিভিন্ন কান্ড দেখতে বেজায় উৎসুক হয়ে বসে থাকেন সকলেই। এরমধ্যেই ভাইরাল হল বিগবসের একটি ক্লিপিংসে দেখা যাচ্ছে, বিগবসের বাড়িতে রাখি সাওয়ান্তকে স্নান করিয়ে দিচ্ছেন রাহুল বৈদ্য।

Rakhi Sawant

আসলে এই মুহূর্তে বিগবস হাউজের প্রধান আকর্ষণ এই ঘরে দুই দলের সাইকেল টাস্ক। বিগবসের বাড়িতে দুটি কলেজ তৈরি করা হয়েছে লাল এবং হলুদ দল। লাল দলে রয়েছেন অভিনব শুক্লা, রুবিনা, নিকি ও আরশি। আর হলুদে রয়েছেন, আলি গনি, রাহুল বৈদ্য ও দেবলীনা। মূল টাস্ক হল একটি দলের কাছ থেকে অপর একটি দলকে নিজেদের সাইকেল বাঁচাতে হবে। টাস্কে দেখা গিয়েছে বাড়ির সদস্যরা একে–অপরের সাইকেলের টায়ারের হাওয়া খুলে নিচ্ছেন।

এই খেলার শেষে যে দলের সাইকেল একদম ভালো থাকবে তারা বিজয়ী হবেন। জয়ী দল বিগবসের বাড়ির সমস্ত জায়গা ব্যবহার করতে পারবেন। এমনকী বিগবস মল ব্যবহারেরও সুযোগ পাবেন তারা।

 

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

এই টাস্ক করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন আলি গনি ও অভিনব শুক্লা। শুরু হয় ধাক্কাধাক্কি, গালিগালাজ। এরপর বিকাশ এবং নিকিও জড়িয়ে পড়েন তুমুল বচসায়। এরফলে রাহুল বৈদ্যদের থেকে বাথরুম নিয়ে নেওয়া হলে, প্রোমোতে দেখা যায় রাখি সাওয়ান্তকে গার্ডেন এড়িয়াতেই স্নান করিয়ে দিচ্ছেন রাহুল বৈদ্য। আর রাখিকেও দেখা গেল মহানন্দে অন্তর্বাস পরেই স্নান করতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥