• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৈমুর এবার অতীত, জব্বর কম্পিটিশন দেবে রণবীর-আলিয়ার সন্তান! ভবিষ্যদ্বাণী করলেন ‘মাসি’ রাখি

Published on:

Rakhi Sawant Says Alia Bhatt's Baby will give tough competition to Kareena Son Taimur

সম্প্রতি পরিবারে নতুন সদস্য আসার ‘সুখবর’ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বহু বছর প্রেম করার পর চলতি বছর এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছিলেন দুই তারকা। এরপর থেকে শুভেচ্ছা বার্তার বন্যায় ভাসছেন ‘রণলিয়া’।

ইন্ডাস্ট্রির বাকি সকলের মতোই এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। নিজেকে রণবীর-আলিয়ার সন্তানের ‘মাসি’ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। এসবের কারণে সামাজিক মাধ্যমে প্রচণ্ড ট্রোলিংয়ের মুখেও পড়েছিলেন রাখি। কিন্তু সেসবকে থোড়াই কেয়ার অভিনেত্রীর। সম্প্রতি ফের আলিয়ার সন্তান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রাখি এমন কথা বলেছেন, যা শুনে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

Rakhi Sawant

সম্প্রতি প্রেমিকা আদিল দুরানির সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাখি। সেখানে মহেশ-কন্যার গর্ভাবস্থা সম্পর্কে ছবিশিকারিরা রাখিকে প্রশ্ন করলেন তিনি বলেন, ‘আলিয়া ভাটের সন্তান খুব সুন্দর দেখতে হবে। তৈমুরকেও খুব মিষ্টি দেখতে। এবার আলিয়ার সন্তান এবং তৈমুরের মধ্যে প্রতিযোগিতা হতে চলেছে। আমি অবশ্য এটাও বলব, আমার যখন সন্তান হবে, তখন ওদের তিনজনের মধ্যে প্রতিযোগিতা হবে’।

এখানেই থামেননি রাখি। অভিনেত্রী আরও বলেন, ‘আমি এবং আলিয়া একই ইন্ডাস্ট্রির মানুষ। ও আমার খুব ভালো বন্ধুও। বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশানে হয়তো আপনারা সেটা দেখেছেন। ও আমায় বেশ  পছন্দ করে এবং ভালোবাসে। যখনই আমার সঙ্গে ওঁর দেখা হয়, ও কিন্তু কথা বলে’।

Rakhi Sawant and Alia Bhatt

এরপরই দ্বিতীয়বারের জন্য রাখি নিজেকে আলিয়ার সন্তানের ‘মাসি’ হিসেবে আখ্যা দেন। অভিনেত্রী বলেন, ‘ওঁর (আলিয়া) সন্তান আমায় ‘মাসি’ বলে ডাকতেই পারে। আবার আমার যখন বাচ্চা হবে তখন ও আলিয়াকে ‘মাসি’ বলে ডাকবে’। এরপরই নিজের প্রেমিক আদিলকে আরও একটু কাছে টেনে এনে রাখি বলেন, ‘আজকাল সবাই ‘বেবি বেবি’ করে। কিন্তু ও হল আমার বাচ্চা’।

বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রাখি এর আগে রীতেশ বলে একজন বিবাহিত পুরুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। এখন মাইসোরের-ব্যবসায়ী আদিলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥