• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আম্বানির বাড়ির ৫০ টাকার কাজের মেয়ে থেকে বলিউডের নায়িকা, রইল অভিনেত্রীর আসল পরিচয়

কথায় বলে কার কখন ভাগ্য খুলে যায় বলা যায় না, আর যার ভাগ্য যদি সাথে থাকে তাহলে তো আর কথাই নেই।  ঠিক এমনটাই হয়েছিল মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ির এক সদস্যের সাথে। মুকেশ অম্বানিকে তো এখন ছোট থেকে বড় সকলেই চেনেন। দেশের তথা বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তিদের মধ্যে একজন তিনি। তবে অনেকেই হয়তো জানেন না মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির (Anil Ambani) বিয়ের সময় খাবার পরিবেশনের কাজ করা এক মেয়ে আজ বলিউডের অভিনেত্রী (Bollywood Actress) হয়ে গিয়েছেন।

সেই সময় অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১০ বছর। অনিল আম্বানি ও টিনা মুনিমের বিয়ের সময় মাত্র ৫০ টাকার জন্য খাবার পরিবেশনের কাজ করেছিলেন অভিনেত্রী। তবে এরপর নিজের অভিনয় ও নাচের দক্ষতা দিয়ে বলিউডে নিজের জায়গা করে নিতে স্বার্থক হয়েছেন তিনি। এখন নিশ্চই ভাবছেন কে সেই মহিলা যিনি বলিউডে আসার আগে আম্বানির বাড়িতে রান্নার কাজ করে এসেছেন!

   

Rakhi Sawant worked at ambani house

আম্বানির পরিবারে রান্নার কাজ করা এই মহিলা আজ বলিউডের ‘ড্রামা কুইন’ (Bollywood’s Drama Queen) নাম পরিচিত। এবার চিনতে পেরেছেন নিশ্চই। তিনি আর কেউ নন বি টাউনের অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। অভিনয়ের গুন থাকলেও বহুবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এমনকি রিতেশকে বিয়ে করে দীপক কালালের সাথে ফুলশয্যার কথা ঘোষণা করে শিরোনামে আসেন তিনি। এছাড়াও বিগ বসের দৌলতে রাখির জনপ্রিয়তা বেড়েছে অনেকটাই।

Rakhi Sawant,Anil Ambani,Mukesh Ambani,Ambani House worker.Rakhi Sawant worked for Anil Ambani,রাখি সাওয়ান্ত,অনিল আম্বানি,মুকেশ আম্বানি,বলিউড গসিপ,Ambani House worker to bollywood actress,Rakhi Sawant served for anil ambani

কিন্তু অনেকেই ভাবছেন রাখি সাওয়ান্ত হটাৎ আম্বানির বাড়িতে রান্নার কাজ করতে যাবেন কেন! চলুন আজ বংট্রেন্ডের পর্দায় জেনে নেওয়া যাক সেই কাহিনী। আসলে যাকে আজ রাখি সাওয়ান্ত নাম সকলে চেনেন তাঁর আসল নাম নীরু ভেদ। ফিল্মি দুনিয়ায় কেরিয়ার শুরুর আগে নিজের নাম পাল্টে নেন তিনি। গরিব পরিবারেই জন্ম অভিনেত্রীর, মা ছিলেন হাসপাতালের পরিচারিকা আর বাবা ছিলেন কনস্টেবল।

Rakhi Sawant,Anil Ambani,Mukesh Ambani,Ambani House worker.Rakhi Sawant worked for Anil Ambani,রাখি সাওয়ান্ত,অনিল আম্বানি,মুকেশ আম্বানি,বলিউড গসিপ,Ambani House worker to bollywood actress,Rakhi Sawant served for anil ambani

খুবই সংরক্ষণশীল ছিল বাবা মা দুজনেই। রাখির নাচ, অভিনয় কিছুই তারা পছন্দ করতেন না, এমনকি ছেলেদের চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারতেন না রাখি। কিন্তু নাচের প্রতি ছোট থেকেই ব্যাপক টান ছিল। একবার তাকে নাচ থেকে আটকানোর জন্য ন্যাড়া করে দিয়েছিল কাকা। তবে হাল ছাড়েননি তিনি, শেষে বাড়ি ছাড়েন বলিউডে নাম করার স্বপ্ন নিয়ে। শুরুতে বহুবার রিজেক্ট হলেও শেষমেশ আইটেম গানের মধ্যে নিয়ে জনপ্রিয়তা পান তিনি।

শুধুই বলিউড নয় সাথে তেলেগু, মারাঠি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন অইনেত্রী। শাহরুখ খানের ‘ম্যায় হু না’ ছবির আইটেম ড্যান্সের জন্য আজও বিখ্যাত রাখি। তবে বিগবসে বিয়ে করে শো শেষ হতেই বিচ্ছেদ হওয়ায় ব্যাপক চর্চা শুরু হয়ে তাকে নিয়ে। অনেকেই বলেছিল, টাকার লোভেই বিয়ে করেছিলেন রাখি। তবে সেসব এখন অতীত। বর্তমানে বলিউডের অভিনেত্রীদের মধ্যেই একজন তিনি।

site