• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাছের মানুষের কাছে ঠকে সর্বশান্ত রাখি সাওয়ান্ত! পেটের দায়ে বিগবসের বাড়িতে অভিনেত্রী

Published on:

Rakhi Sawant

কাজের থেকে অনেক বেশি বিতর্কিত কার্যকলাপের কারণে শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যেই এমন একেকটা কাজ করে বসেন তিনি যার কারণে নেটিজেনদের একাংশ তাকে ‘ড্রামা ক্যুইন’ বলে ডাকেন। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। কারোর ধার ধারেননা তিনি যখন যা মনে হয় তাইই করেন। কিন্তু হঠাৎ এই অভিনেত্রীর কপাল পুড়ল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে রাখি জানিয়েছেন, এক কাছের মানুষের কাছে প্রতারিত হয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন তিনি। এখন তার প্রচুর টাকার দরকার। এরজন্য তীব্র অবসাদেও ভুগেছেন তিনি। অবশেষে সলমনের শরণাপন্ন হন রাখি।

আর এই কারণেই বিগবস ১৪-তে আসছেন রাখি। রাখি স্পষ্ট জানান, “আমার এখন টাকার দরকার। আর বলিউডে ফেরার একটা দ্বিতীয় সুযোগ চাই। আর বিগবস ১৪ জিতলে ক্যাশ ৫০ লক্ষ টাকা পাওয়া যাবে। তাই আমি বিগবস জিততে চাই। ”

তিনি আরও বলছেন, লোকে ভাবতে পারে কেন হঠাৎ আমার এত টাকার দরকার। আমি তাদের বলতে চাই আমার ব্যক্তিগত জীবনে আমি প্রতারিত হয়েছি। আমি সেই টাকা ফেরতও পাব না কারণ সেই মানুষটাই আর বেঁচে নেই যে আমায় প্রতারণা করেছিল। আমি এখন অসহায়। সেই মানুষটা আমার সব নিয়ে নিয়েছে। আমার এখন টাকা চাই আর তাই আমি এই প্রস্তাব গ্রহণ করেছি। আমি শো জিততে চাই। জানি সহজ নয়। কট্টর লড়াই হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥