• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাকেট খুলে নিজের উথলে ওঠা স্তন যুগল সকলকে দেখালেন রাখি সাওয়ান্ত! ভাইরাল হাতে গরম ভিডিও

Published on:

rakhi sawant,viral video,viral,hot video,রাখি সাওয়ান্ত,ভাইরাল

বলিউডের ড্রামা ক্যুইন নামে পরিচিত ছিল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant), কিন্তু আজকাল তাকে কন্ট্রোভার্সি ক্যুইন বললেও ভুল হয়না। কেননা যেখানেই রাখি, সেখানেই বিতর্ক। তার বিয়ে থেকে, সম্পর্ক, বন্ধুত্ব থেকে কাজ কর্ম সব কিছু নিয়েই রয়েছে বিতর্ক। আর রাখি মানেই যাকে বলে ফুল অফ এন্টারটেইনমেন্ট। তাকে নিয়ে সর্বদাই সরগরম থাকে পেজ থ্রির পাতা। তার কান্ডকারখানার জেরে দেদার ট্রোলড ও হন রাখি, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।

উল্টে সবসময় এমন কিছু না কিছু করতে থাকেন যার মাধ্যমে প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন তিনি। রাখি মানেই সেখানে হাজির হয় একঝাঁক পাপারাজ্জি। কেননা অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মত ‘তারকা’সত্তা না দেখিয়ে তাদের বেশ বিনোদন দেন রাখি সাওয়ান্ত। মানুষকে মনোরঞ্জন দিতে সদা সর্বদা তৈরি অভিনেত্রী। শুধু তাই নয় ‘বিগবস ১৫’ এ তিনি আসতেই TRP হুড় হুড় করে বেড়েও গিয়েছিল এক ধাক্কায়। তাহলেই বুঝুন।

rakhi sawant,viral video,viral,hot video,রাখি সাওয়ান্ত,ভাইরাল

সম্প্রতি আবারো অদ্ভুত কান্ডকারখানা করে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। মাঝে মধ্যেই উদ্ভট মেকআপ করে অদ্ভুত সব পোশাকে দেখা মেলে অভিনেত্রীর। তবে এবার আরও মাত্রা ছাড়িয়েছেন তিনি। আসলে রাখিকে দেখা মাত্রই পাপারাজ্জিরা ভীড় জমিয়েছিল। এদিন রাখির পরনে ছিল জিন্সের হট প্যান্ট, জিন্সের ব্রালেট এবং একটি মানানসই ডেনিম জ্যাকেট।

rakhi sawant,viral video,viral,hot video,রাখি সাওয়ান্ত,ভাইরাল

ক্যামেরার সামনে সেই জ্যাকেট নির্দ্বিধায় খুলে ফেললেন রাখি, এদিকে নীচের ব্রালেট তার শরীর আন্দাজে অত্যন্ত টাইট হওয়ায় তার স্তন যুগল যেন ঠিকরে বেড়োচ্ছিল। রাখির যৌবনের আগুন দেখে সকলেই রীতিমতো উত্তেজনায় চেঁচিয়েও ওঠে। কারোর কারোর মত এটা রাখি সাওয়ান্ত বলেই সম্ভব। এই ভিডিও ইন্সটাগ্রামে আপলোড করা মাত্রই ভাইরাল হয়েছিল। কিছুদিন আগে আচমকা অন ক্যামেরা নিজের স্বামী বলে দাবি করা রীতেশের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায় রাখি। রাখি রীতেশের এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল ও হয়েছিল ।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥