• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোনোদিন মেয়ে দেখেননি নাকি কাকু? এক পথচারীকে ‘ধুয়ে’ দিলেন রাখি সাওয়ান্ত

কাজের থেকে অনেক বেশি বিতর্কিত কার্যকলাপের কারণে শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যেই এমন একেকটা কাজ করে বসেন তিনি যার কারণে নেটিজেনদের একাংশ তাকে ‘ড্রামা ক্যুইন’ বলে ডাকন। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। কারোর ধার ধারেননা তিনি যখন যা মনে হয় তাইই করেন। এবারেও এমনই এক কান্ড ঘটালেন রাখি।

রাখি মানেই সেখানে হাজির হয় একঝাঁক পাপারাজ্জি। কেননা অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মত ‘তারকা’সত্তা না দেখিয়ে তাদের বেশ বিনোদন দেন রাখি সাওয়ান্ত। মানুষকে মনোরঞ্জন দিতে সদা সর্বদা তৈরি অভিনেত্রী।

   

রাখি সাওয়ান্ত,পাপারাজ্জি,বলিউড,মেয়ে,ভাইরাল ভিডিও,Rakhi Sawant,viral video,paparazzi

তিনি রাস্তায় নামলেই পাপারাজ্জিরা তাকে ঘিরে ভীড় জমান, ছবি তোলা থেকে প্রশ্ন করা কিছুতেই আপত্তি করেননা রাখি। এমনই ঘটেছিল এদিনকেও, হালকা ভীড় ও জমেছিল৷ হঠাৎ রাখি লক্ষ্য করেন এক ব্যক্তি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েই রয়েছেন। এই দৃশ্য দেখা মাত্রই রাখি অস্বস্তি বোধ করতে শুরু করেন।

আর তার কিছু সময় পরেই রাখি আর নিজের মেজাজ ধরে রাখতে না পেরে বেশ বিরক্ত হয়ে বলে ওঠেন, “ও কাকু যাও না এখান থেকে? ইন্টারভিউ দিচ্ছি গো দেখতে পাচ্ছোনা? কোনোদিন মেয়ে দেখোনি নাকি?” আর এই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় হয়েছে নেটবাসীর।

Rakhi Sawant

এতেও থামেননি রাখি, তিনি বলে ওঠেন “বাড়ি যাও ঠিক করে গাড়ি চালিয়ে, আমায় না দেখে নজরটা রাস্তায় রাখো”। উত্তরে সেই পথচারী বলে যান, ” আমার accident হলে দায়ী থাকবেন আপনিই”।

site