• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয় স্বামীকে জেলে পাঠিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে! প্রেমিককে প্রকাশ্যে আনলেন রাখি সাওয়ান্ত

Published on:

Rakhi Sawant finds new shehzada in Dubai, video goes viral on social media

বলিউডের ‘ড্রামা ক্যুইন’ হিসেবে খ্যাত রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। নিজের ব্যক্তিগত জীবনের কারণে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। কখনও স্পাইডারম্যান, মঞ্জুলিকা সেজে, কখনও আবার স্বামীকে জেলে পাঠিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন নায়িকা। এবার ফের একবার নিজের ব্যক্তিগত জীবনের কারণে চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি।

রাখি এমন একজন অভিনেত্রী যিনি ব্যক্তিগত জীবনে বারবার ধোকা পেয়েছেন। প্রথম স্বামী রীতেশের সঙ্গে তাঁর সংসার টেকেনি। প্রথম বিয়ে ভাঙার পর ফের প্রেমে (Love story) পড়েন অভিনেত্রী। লুকিয়ে আইনি বিয়েও সারেন আদিল এবং রাখি। তবে দুর্ভাগ্যবশত সেই বিয়েও বেশিদিন টেকেনি। দ্বিতীয় স্বামীকে তো জেলে অবধি পাঠিয়েছেন তিনি।

Rakhi Sawant, Rakhi Sawant new boyfriend

দ্বিতীয় বিয়ে ভাঙার পর ফের বসন্ত এল রাখির জীবনে। বলিউড অভিনেত্রীর জীবনে এসেছে নতুন ‘রাজকুমার’। সম্প্রতি তাঁর সঙ্গে রাস্তায় বেরোতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেই নিজের জীবনের ‘শেহজাদা’র (Shehzada) সঙ্গে সকলের পরিচয় করান তিনি। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

রাখি এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন। অভিনেত্রীর সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে রাখি নিজের রাজকুমারের সঙ্গে সকলের পরিচয় করিয়ে বলছেন, ‘আমি দুবাইয়ে আসলাম এবং আমার রাজকুমারকে পেয়ে গেলাম। ঠিক আছে? চলো বেবি, যাওয়া যাক’।

Rakhi Sawant, Rakhi Sawant new boyfriend

রাখির এই ভিডিওয় একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরা। একজন নেটিজেন লিখেছেন, ‘নতুন ছাগল পেয়ে গিয়েছে’। দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘মনে হচ্ছে এও আদিলের মতোই জেলে যাবে’। সামাজিক মাধ্যমে এত কটাক্ষ শুনলেও রাখি কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘অগ্নিচক্র’ ছবির মাধ্যমে বলিউডে পা রেকেছিলেন রাখি। এরপর ‘জোরু কা গুলাম’, ‘ম্যায় হু না’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘রাখি কা স্বয়ম্বর’, ‘নাচ বলিয়ে’, ‘বিগ বস’ সহ একাধিক রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছেন রাখি। ‘বিগ বস’এর একাধিক সিজনে তাঁকে দেখেছেন দর্শকরা। তবে দুর্ভাগ্যবশত কোনও বারই খেতাব জিততে পারেননি তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥