• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মজা বা ইয়ার্কি নয়, মানবিকতাও আছে! নিজের হাতে গরীব শিশুদের খাইয়ে প্রশংসা কুড়োলেন রাখি সাওয়ান্ত

রাখি সাওয়ান্তের নাম শুনলেই একদল নেটিজেন চোখ কুঁচকে তাকায়৷ এছাড়া তার নানান কান্ড কারখানা নিয়ে তো হাসি মজা লেগেই থাকে। তিনি ক্যামেরার সামনে এলেই তাকে নিয়ে শুরু হয়ে যায় রকমারি চর্চা৷ ‘ড্রামা ক্যুইন’ তকমাও তার জুড়ে গিয়েছে নামের পিছনে। বিগবসের ঘরে রাখিকে নিয়ে বিতর্ক লেগেই থাকত। কিন্তু রাখি ভালোই জানেন এসব ব্যাপারকে কীভাবে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিতে হয়।

বলিউডে কন্ট্রোভার্সি তৈরি করায় ড্রামা কুইন (Drama Queen) রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) জুড়ি মেলা ভার। যার জেরে তাকে নিয়ে মাঝেমধ্যেই সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলে দেদার ট্রোলিং। কিন্তু সেসব নিয়ে বরাবরই কোনো ভ্রুক্ষেপ থাকে না রাখির। উল্টে সবসময় এমন কিছু না কিছু করতে থাকেন যার মাধ্যমে প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন তিনি।

   

রাখি সাওয়ান্ত,ড্রামা ক্যুইন,Rakhi sawant,drama queen,Bollywood

এবার চেনা রাখি সাওয়ান্তের বাইরে বেরিয়ে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন রাখি। নেটবাসী অবাক তার মানবিক রূপ দেখে। বেশ কয়েকজন গরীব শিশুর মুখে খাবার তুলে দিয়েছেন রাখি। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাখি।

রাখি সাওয়ান্ত,ড্রামা ক্যুইন,Rakhi sawant,drama queen,Bollywood

ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বিলাসবহুল গাড়ি থেকে বেশ কয়েক প্যাকেট খাবার নিয়ে নেমে কয়েকজন শ্রমজীবী মহিলাকে তাদের বাচ্চারা কোথায় জিজ্ঞেস করেন। রাখিকে তার শিশুদের কাছে নিয়ে যান। শিশুদের অবস্থা চোখে দেখা যায়না। কেউ মাটিতে শুয়ে আছে, তো কেউবা ধুলো মেখেই বসে আছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

বাচ্চাদের মা’কে ‘আম্মা’ সম্বোধন করে তাদের হাতে শিশুদের জন্য ইডলি, চাটনি, সম্বর ও ফলের রস-ও তুলে দেন তিনি। এমনকি কিছু গরীব বাচ্চাকে নিজের হাতে খাইয়ে দেন তিনি। কেউ কেউ রাখিকে দেখে ভীড় জমাতেই মেজাজ হারান তিনি, সাফ জানান গরীবদের পাশে দাঁড়াতে না পারলে তামাশা দেখতে আসবেন না। রাখির এই ব্যবহারে মুগ্ধ হন নেটিজেনরা, ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।