বলিউডের (Bollywood) ‘ড্রামা ক্যুইন’ হিসেবে খ্যাত রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) ব্যক্তিগত জীবনের ঝড় থামার নামই নিচ্ছে না। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করার প্রবল বাসনা থাকলেও এখনও পর্যন্ত অভিনেত্রীর একটিও বিয়ে টেকেনি। নিজের সবটুকু দিয়ে ভালোবাসলেও পরিবর্তে প্রত্যেকবার পেয়েছেন শুধু কষ্ট এবং একরাশ হতাশা। নিজের ধর্ম বদলে প্রেমিক আদিল খান দুরানির (Adil Khan Durrani) সঙ্গে সাত পাক ঘোরার পরেও সেই একই পরিণতি হয়েছে রাখির।
আদিলের সঙ্গে চুপিসারে সাত পাক ঘুরেছিলেন ‘বিগ বস’ (Bigg Boss) খ্যাত এই অভিনেত্রী। প্রায় এক বছর নিজেদের বিয়ের কথা লুকিয়েই রেখেছিলেন তাঁরা। কিন্তু কয়েকমাস আগে অভিনেত্রীর মা অসুস্থ হয়ে পড়ার পর আচমকাই আদিল এবং রাখির বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেই সঙ্গেই ভাইরাল হয়ে যায় তাঁদের বিয়ের ছবিও।
ভিন ধর্মে বিয়ে করার জন্য রাখির দিকে ধেয়ে এসেছিল নেটিজেনদের একাংশের কটাক্ষও। তবে সেসবকে পাত্তা দেননি তিনি। কিন্তু বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঝড় ওঠে অভিনেত্রীর জীবনে। স্বামীর বিরুদ্ধে পরকীয়া, নির্যাতনের অভিযোগ আনার পর এবার তিনি দাবি করলেন আদিলের জন্য নাকি তাঁর গর্ভপাতও হয়েছে।
সম্প্রতি রাখির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, তাঁর একটি অত্যন্ত জটিল অস্ত্রোপচার হয়েছিল। তারপর চিকিৎসক স্পষ্ট বলে দেন, তিন মাস যৌনসঙ্গমে লিপ্ত হওয়া যাবে না। রাখির অভিযোগ, চিকিৎসকের সেই নিষেধ নাকি কানেই তোলেননি আদিল। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তিনি জোর করেছিলেন অভিনেত্রীকে।
রাখির কথায়, ‘বিগ বস’ মারাঠির ঘরে থাকাকালীনই তিনি গর্ভবস্থার কথা বুঝতে পেরেছিলেন। কিন্তু এসবের মাঝেই মায়ের অসুস্থতার খবর পেয়ে মাঝপথে শো ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ‘বিগ বস’ থেকে বেরনোর পরই আদিলের সঙ্গে বিয়ের কথাও ফাঁস করে দেন রাখি।
অভিনেত্রীর কথায়, বিয়ের কথা জানাজানি হওয়ার পরই বেঁকে বসেছিলেন আদিল। এমনকি নিকাহ অস্বীকারও করেন তিনি। চারিদিকের এত চিন্তাভাবনা করতে গিয়ে বড় অঘটন ঘটে রাখির। গর্ভপাত হয় অভিনেত্রীর। একথাও নাকি কাউকে জানাতে বারণ করেছিলেন আদিল। উল্লেখ্য, এখন জেলেই রয়েছেন রাখির দ্বিতীয় স্বামী। নিত্যদিন তাঁর বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ আনছেন অভিনেত্রী। যদিও আদিলের সঙ্গে জেলে দেখাও করতে গিয়েছিলেন রাখি।