• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরকীয়া করেই বাবা হচ্ছে আদিল! কার গর্ভে আসছে সন্তান? সব কেচ্ছা ‘ফাঁস’ করলেন রাখি সাওয়ান্ত

Published on:

Rakhi Sawant claims Adil Durrani’s alleged girlfriend Tanu is pregnant

রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এবং তাঁর স্বামী আদিল দুরানির (Adil Durrani) সম্পর্কে কাদা ছোঁড়াছুড়ি কিছুতেই বন্ধ হচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরেই নিজেদের সম্পর্কের কারণে সংবাদমাধ্যম এবং নেটপাড়ার চর্চার কেন্দ্রে রয়েছেন এই তারকাজুটি। সম্প্রতি আবার দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদ ঘোষণা করেছেন ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী। আদিলের বিরুদ্ধে এনেছিলেন নির্যাতন ও পরকীয়ার অভিযোগ।

রাখির অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে গারদে রয়েছেন আদিল। কিন্তু তাতেও বিতর্ক থামার নামই নিচ্ছে না। একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে তাঁর। আর সেই বোমা ফাটাচ্ছেন রাখি নিজে। এবার যেমন অভিনেত্রী জানালেন, বাবা হতে চলেছেন তাঁর প্রাক্তন স্বামী। কিন্তু সেই সন্তান তাঁর গর্ভে নেই। তাহলে নিশ্চয়ই ভাবছেন কার গর্ভে রয়েছে আদিলের সন্তান?

Rakhi Sawant and Adil Durrani

সম্প্রতি পাপারাৎজিদের সঙ্গে আলাপচারিতার সময় রাখি জানান, আদিলের প্রেমিকা (Adil Durrani girlfriend) নিবেদিতা চান্দেল ওরফে তনু নাকি মা (Pregnant) হতে চলেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আদিলের ভাই এবং তনুর ফোনের কথোপকথন রাখি ফাঁস করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঘোরাফেরা করছে সেই রেকর্ডিং। যদিও সেই অডিওর সত্যতা বং ট্রেন্ড কর্তৃপক্ষ যাচাই করেনি।

অডিও রেকর্ডিংয়ে আদিলের ভাই ও তনুর কথোপকথন শোনা যাচ্ছে। আদিলের সম্বন্ধে তাঁর ভাই চর্চিত প্রেমিকা তনুকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আদিল আমায় কারোর সঙ্গে কথা বলতে বারণ করেছেন। আমি আদিলের উকিলের ফোন নম্বর দিচ্ছি, আপনার যা কথা বলার আছে ওনার সঙ্গেই বলে নিন’।

Adil Durrani girlfriend pregnant

প্রায় সপ্তাহ খানেক আগে স্বামী আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তনুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী। তবে সম্প্রতি আদিলের বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাখির প্রাক্তন স্বামী নাকি ইরানের একজন মহিলার সঙ্গে সহবাস করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


শুধু এটুকুই নয়, সংশ্লিষ্ট মহিলাকে নাকি ধর্ষণও করেছেন আদিল। সেই মহিলা দাবি করেছেন, আদিলের সঙ্গে তিনি দীর্ঘসময় সম্পর্কে ছিলেন। সহবাসও করেছেন রাখির প্রাক্তন স্বামী। কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠতেই নাকি তিনি বেঁকে বসেন। এমনকি ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন আদিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥