• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একা ফেলে চলে গেলেন রাজু! স্বামীর শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শিখা, রইল ভিডিও

Updated on:

Raju Srivastav last rituals wife breaks into tears

বুধবার বিনোদন দুনিয়া সহ সারা দেশে নেমে এসেছিল শোকের ছায়া। মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। যে মানুষ নিজের কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন প্রত্যেকে। আজ, বৃহস্পতিবার রাজুর দিল্লিতে সম্পন্ন হল কমেডিয়ানের শেষকৃত্য (Last rites)।

দিল্লির নিগমবোধ ঘাটে রাজুর ক্রিয়াকর্ম সম্পন্ন হয়েছে। কাছের মানুষকে শেষবারের মতো দেখার জন্য সেখানে পরিবারের সঙ্গেই উপস্থিত ছিলেন তাঁর বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনেরা। এছাড়াও বলিউড ইন্ডাস্ট্রিরও বেশ কিছু ব্যক্তিত্বরা রাজুকে শেষ বিদায় জানাতে এসেছিলেন।

Raju Srivastav

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রাজুর অন্তিম যাত্রা তাঁর ভাইয়ের বাড়ি থেকে বেরিয়েছিল। ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্সে কমেডিয়ানের মরদেহ রেখে তা শ্মশানে নিয়ে যাওয়া হয়। প্রিয় কমেডিয়ানকে দেখবেন বলে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তখন অগণিত ভক্তরা। সেই সঙ্গেই শোনা যাচ্ছিল, ‘রাজু শ্রীবাস্তব অমর রহে’ স্লোগানও।

Raju Srivastav last rites

স্বামীকে শেষবারের মতো দেখে বিদায় জানানোর সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় স্ত্রী শিখা শ্রীবাস্তবকেও। বাবাকে হারিয়ে তখন দু’চোখের জল থামছে রাজুর দুই ছেলেমেয়ের। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি, ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে।

Shikha Srivastav crying

রাজুর কাছের বন্ধু এহসান কুরেশি এবং সুনীল পালও শ্মশানে গিয়েছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় দু’জনকেই। সুনীল বলেন, রাজু ভাই চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।  উনি আমাদের শিক্ষক ছিলেন। নামী কমেডিয়ানের শেষকৃত্যে উপস্থিত ছিলেন বলিউডের নামী পরিচালক মধুর ভাণ্ডারকরও।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, গত ১০ আগস্ট ট্রেডমিলে হাঁটার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু। মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। গত ৪৩ দিন ধরে মরণবাঁচন লড়াই চালাচ্ছিলেন নামী কমেডিয়ান। অবশেষে জীবনযুদ্ধে পরাজিত হন তিনি। রাজু রেখে গেলেন তাঁর স্ত্রী শিখা এবং দুই সন্তানকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥