রূপোলী পর্দার অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হলেন রাজপাল যাদব (Rajpal Yadav)। ইন্ডস্ট্রি তাকে ভার্সেটাইল অভিনেতা বলেই জানে। সম্প্রতি ভুলভুলাইয়া ২ -তে অভিনয় করে ফের একবার মন জয় করে নিয়েছেন দর্শকদের। কিছুদিন আগেই একজন বৃহন্নলার (Transgender) সাজে তাঁর একটি ছবি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
সেই ছবিতে দেখা যায় ভোল বদলে অভিনেতা পরে রয়েছেন কমলা রঙের শাড়ি, চুলে লম্বা বিনুনি আর ঠোঁটে গাঢ় করে পরা লিপস্টিক। হঠাৎই বৃহন্নলার সাজে রাজপাল যাদবের এই ছবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। আসলে সম্প্রতি তিনি ‘অর্ধ’ (Ardh) নামের একটি ওয়েব সিরিজে (Web Series) একজন বৃহন্নলার চরিত্রে অভিনয় করেছেন।এই ওয়েব সিরিজ টি আগামী ১০ জুন থেকে জী ফাইভ (Zee 5)-এ দেখা যাবে।
সেই চরিত্রের প্রয়োজনেই এমন বেশ ধারণ করেছিলেন তিনি। তবে রাজপাল যাদব একজন বৃহন্নলার চরিত্রে অভিনয় করায় প্রতিবাদে সরব হয়েছিলেন সিনে বোদ্ধাদের একাংশ। তাদের একটা বড় অংশের দাবি সিনেমায় একজন বৃহন্নলার চরিত্রের কেন একজন সাধারণ বৃহন্নলাকে দিয়েই অভিনয় করানো হয় না!ওই চরিত্রের জন্য কেন একজন অভিনেতা কেই বৃহন্নলা সাজতে হবে?
সম্প্রতি এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছিলেন খোদ বৃহন্নলা চররিত্রের অভিনেতা রাজপাল যাদব। অত্যন্ত সাধারণ একটি উদাহরণ দিয়ে তিনি বলেছেন যখন একজন কৃষকের ওপরে কোন সিনেমা তৈরি করা হয় তখন কিন্তু বাস্তব জীবনেও পেশাগতভাবে কৃষক এমন একজন ব্যক্তিকে দিয়েই সেই চরিত্রে অভিনয় করাতে দেখা যায় না।
এরপরেই অভিনেতার সংযোজন “সেই একইভাবে অর্ধ সিনেমাতেও আমি একজন ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করেছি। একজন বাবা একজন স্বামী এবং একজন থিয়েটার অভিনেতা চরিত্রে অভিনয় করেছি তাই প্রকৃত সাধারণ ট্রান্সজেন্ডারদের অভিনয় করানোর দরকার নেই।” এছাড়াও একজন অভিনেতা হিসেবে রাজপাল যাদব জানিয়েছেন ‘আমি বিশ্বাস করি না যে একজন সাধারণ অভিনেতার পক্ষে এই চরিত্রে অভিনয় করা সম্ভব।’