• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতে নেই কাজ, লোকাল ট্রেনে শাড়ি পরে বৃহন্নলার বেশে পয়সা তুলছেন রাজপাল যাদব! ছবি ঘিড়ে তোলপাড়

Published on:

রাজপাল যাদব,বৃহন্নলা,অর্ধ,হিজরে,বলিউড,সিনেমা,rajpal yadav,transgender,ardh,Bollywood

রুপোলি পর্দার জাঁদরেল হাস্যকৌতুক অভিনেতা রাজপাল যাদব (Rajpal yadav)। বলিউডের ভার্সেটাইল অভিনেতা বলেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু হঠাৎই অভিনেতার এক ছবি ঘিড়ে তোলপাড় হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। যেখানে দেখা যাচ্ছে ঝকমকে কমলা রঙের শাড়ি, লম্বা চুলে বিনুনি বাঁধা আর ঠোঁটে ডিপ রঙের লিপস্টিক একেবারে বৃহন্নলার বেশে তিনি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছেন লোকাল ট্রেনের দরজায়৷

মাথায় ফুল, কপালে টিপ, গলায় মঙ্গল সূত্র তার সবচেয়ে নজর কেড়েছে তার হাতে ভাঁজ করে রাখা ১০ টাকার নোট গুলি। যারা ট্রেনে বাসে প্রতিনিয়ত যাতায়াত করেন তারা জানেন, রোজই লোকাল ট্রেন বা ট্রাফিক সিগনালে কিছু বৃহন্নলা টাকা তোলেন। ওটাই তাদের পেশা। কিন্তু অভিনেতা রাজপাল যাদবকে এই রূপে দেখে হতবাক নেটজেনরা, তবে কি কাজ না পেয়ে এই পেশা বেছে নিলেন তিনি?

রাজপাল যাদব,বৃহন্নলা,অর্ধ,হিজরে,বলিউড,সিনেমা,rajpal yadav,transgender,ardh,Bollywood

আসলে সত্যি টা অন্য রকম। নতুন ছবির জন্য রূপান্তকরামীর অবতারে ধরা দিয়েছেন তিনি। সিনেমার নাম ‘অর্ধ’। এই ছবিতে ফুটে উঠবে বৃহন্নলাদের মর্মান্তিক এবং করুন জীবন সংগ্রামের কথাই। যতই সমাজ এগিয়ে যাক না কেন, আজও রাস্তাঘাটে বৃহন্নলাদের দেখলে ঠাট্টা তামাশা করতে ছাড়েন না শিক্ষিত থেকে সাধারণ মানুষ।

রাজপাল যাদব,বৃহন্নলা,অর্ধ,হিজরে,বলিউড,সিনেমা,rajpal yadav,transgender,ardh,Bollywood

তাদের চলন, বলন হাতে তালি দেওয়ার ভঙ্গিমা সব নিয়েই চলে দেদার খোরাক। প্রতিনিয়ত তাঁদের যে সংগ্রাম করতে হয়, সেই গল্পই তুলে ধরবে রাজপাল যাদবের ‘অর্ধ’। রাজপাল যাদব ছাড়াও হিতেন তেজওয়ানি, রুবিনা দিলাইক ও কুলভূষণ খারবান্দার মতো অভিনেতারা এই ছবিতে অভিনয় করছেন। মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে ডেবিউ করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥