• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬০ পেরিয়েও অফুরন্ত যৌবন! আশীষ বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ের খবরে কী বললেন প্রথম স্ত্রী?

Published on:

Rajoshi Barua reaction to Ex Husband Asish Vidyarthi getting married for second time at the age of 60

বয়স ৬০ পেরিয়ে গেলেও আশিস বিদ্যার্থীর (Asish Vidyarthi) মনে কিন্তু এখনও  রঙিন বসন্ত! এই বয়সে এসেও তাঁর দ্বিতীয় বিয়ে দেখে এমনটাই বলছেন নেটিজেনদের একটা বড় অংশ। প্রসঙ্গত বড় পর্দায় তিনি বদমাশ খলনায়কের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে কিন্তু দারুণ রোম্যান্টিক।

পেশায় ফ্যাশন ডিজাইনার আসামের বাসিন্দা রুপালি বড়ুয়ার (Rupali Barua) সাথে দ্বিতীয় বিয়ের পর উচ্ছ্বসিত আশিস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন ‘এই বয়সে রুপালিকে বিয়ে করতে পেরে আমি ভীষণ খুশি। মনের মধ্যে দারুন একটা ফিলিং কাজ করছে। কোন সকালে কোর্ট ম্যারেজ করেছি আর বিকেলে একটা গেট টুগেদার করছি’।

Ashish Vidyarthi marriage, Ashish Vidyarthi wedding, Ashish Vidyarthi and Rupali Barua

প্রসঙ্গত রুপালিকে বিয়ে করলেও তার অনেক আগেই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়ার (Rajashi Barua) সাথে গাঁটছড়া বেঁধেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই তারকা। তাদের এক ছেলেও রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর আশিস  ভালবাসার উপর থেকে আস্থা না হারালেও তাঁর দ্বিতীয়  বিয়ের পর সোশ্যাল মিডিয়ার বেশ আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছে অভিনেতার প্রথম স্ত্রী রাজশী বড়ুয়াকে।

বিয়ে,Marriage,আশিস বিদ্যার্থী,Ashish Vidyarthi,রাজশী বড়ুয়া,Rajarshi Barua,রুপালি বড়ুয়া,Rupali Barua,প্রতিক্রিয়া,Reaction,আবেগপ্রবণ পোস্ট,Emotional Post,সোশ্যাল মিডিয়া,Social Media

এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্টে নিজের মনের কথা জানিয়ে রাজর্ষি লিখেছেন ‘আপনার জীবনে যে সঠিক মানুষ সে কখনই বুঝতেই দেবে না আপনি তাঁর জীবনে কী ভূমিকা রাখেন। তাঁরা এমন কোনও কোনও কাজ করবে না যা আপনাকে আঘাত করবে।’

বিয়ে,Marriage,আশিস বিদ্যার্থী,Ashish Vidyarthi,রাজশী বড়ুয়া,Rajarshi Barua,রুপালি বড়ুয়া,Rupali Barua,প্রতিক্রিয়া,Reaction,আবেগপ্রবণ পোস্ট,Emotional Post,সোশ্যাল মিডিয়া,Social Media

এছাড়া অন্য আরও একটি পোস্টে অভিনেতার প্রাক্তন স্ত্রীর সংযোজন, ‘এই মুহূর্তে অতিরিক্ত চিন্তাভাবনা আর সন্দেহ মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার জীবন শান্তিপূর্ণ হোক। আপনি অনেক শক্তিশালী। সকলের আশীর্বাদ প্রয়োজন। কারণ এটা আপনার প্রাপ্য।’

বিয়ে,Marriage,আশিস বিদ্যার্থী,Ashish Vidyarthi,রাজশী বড়ুয়া,Rajarshi Barua,রুপালি বড়ুয়া,Rupali Barua,প্রতিক্রিয়া,Reaction,আবেগপ্রবণ পোস্ট,Emotional Post,সোশ্যাল মিডিয়া,Social Media

আসলে রাজশি একসময় পেশায় রেডিও জকি হিসেবে চুটিয়ে কাজ করেছেন। এছাড়াও একাধিক হিন্দি সিনেমা এবং টিভি সিরিয়ালেও কাজ করেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥