বলিউড হোক কিংবা টলিউড বিচ্ছেদের খবরে জেরবার গোটা বিনোদন জগত। কিছুদিন আগেই সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে দাম্পত্য জীবনে ইতি টেনেছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের (Rajnikant) মেয়ে ঐশ্বর্য (Aishwariya) এবং জামাই ধনুষ(Dhanush)। উল্লেখ্য ঐশ্বর্য এবং ধনুষ দুজনেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম। তাই তাদের দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনে দাঁড়ি পড়ার খবরে মুষড়ে পড়েছেন অনুরাগীরা।
গত ১৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে ধনুষ এবং ঐশ্বর্য দুজনেই এই বিচ্ছেদের খবর জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ধনুষ লিখেছিলেন ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো।’
সেইসাথে তার আরও সংযোজন ‘আমি আর ঐশ্বর্যা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা। আগামীদিনগুলোতে বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।’
এসবের মধ্যেই শোনা যাচ্ছে ধনুষ এবং ঐশ্বর্যা একে অপরের থেকে আলাদা থাকলেও তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন না।তাই আইনত তারা দম্পতি হিসাবেই বাকি জীবন কাটাতে চান। তাই ছাদ আলাদা হলেও দুই সন্তান যাত্রা রাজা (১৬) এবং লিঙ্গা রাজার (১২) অভিভাবকত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অন্যদিকে শোনা যাচ্ছে মেয়ে ঐশ্বর্যর ভাঙা সংসার জোড়া লাগাতে আসরে নেমেছেন স্বয়ং রজনীকান্ত। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর রজনীকান্ত তাঁর জামাই ধনুষের সঙ্গে দেখা করে বিবাদ মেটাতে চাইলেও ধনুষ বার বার শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছেন । তার কারণ, তিনি রজনীকান্তকে অপমান করতে চান না।