• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রজনীকান্তের পরিবারে এল নতুন সদস্য, আবারও দাদু হলেন সুপারস্টার, রইল ‘থালাইভা’র নাতির ছবি

Published on:

Rajinikanth welcomes 4th grandson, Soundarya announced on twitter

সাউথ সুপারস্টার রজনীকান্তের (Rajinikanth) পরিবারে খুশির হাওয়া। তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য। আপাতত তাঁকে নিয়েই মেতে রয়েছেন সকলে। সম্প্রতি অভিনেতার বড় মেয়ে সৌন্দর্য (Soundarya Rajinikanth) তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। রজনী-কন্যা জানিয়েছেন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি সুন্দর ছবি শেয়ার করে অনুরাগীদের এই সুখবরটি দিয়েছেন সৌন্দর্য। প্রেগন্যান্সির থ্রোব্যাক কিছু ছবি, স্বামী এবং ছেলের সঙ্গে একটি ছবি এবং সদ্যোজাতের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন তিনি। আর তা দেখামাত্রই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিনোদন দুনিয়ার মানুষ থেকে শুরু করে নেটিজেন- প্রত্যেকে। সৌন্দর্যকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও।

Rajinikanth with daughters

ছেলের ছবি শেয়ার করার সঙ্গেই রজনী-কন্যা ছেলের নামও অনুরাগীদের জানিয়েছেন। সৌন্দর্য জানান, তিনি ছোট ছেলের নাম রেখেছেন বীর রজনীকান্ত বননগামুড়ি। সেই সঙ্গেই তিনি ধন্যবাদ জানিয়েছেন, তাঁর দুই চিকিৎসককেও।

সৌন্দর্য বীরের জন্মের সুখবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভগবানের কৃপা এবং আমাদের মা-বাবার আশীর্বাদের সঙ্গে বিশঘন, বেদ এবং আমি- আমরা আজ (১১/০৯/২০২২) বেদের ছোট ভাই বীর রজনীকান্ত বননগামুড়িকে স্বাগত জানাচ্ছি। আমাদের দুর্দান্ত চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি’।

সৌন্দর্যের এই মিষ্টি টুইট দেখামাত্রই নেটিজেনরা তাঁকে মন খুলে শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। অনেকে এও বলেছেন, সাউথ সুপারস্টার রজনীকান্ত খুবই ভাগ্যবান যে তাঁর ৪জন নাতি রয়েছে। জানিয়ে রাখি, সাউথ সুপারস্টারের ছোট মেয়ে ঐশ্বর্যেরও দুই ছেলে রয়েছে।

Rajinikanth with daughter Aishwarya

প্রসঙ্গত, সৌন্দর্য এবং বিশঘনের বিয়ে ২০১৯ সালে হয়েছিল। সৌন্দর্যের দ্বিতীয় পক্ষের প্রথম সন্তান হল বীর। বিশঘনের সঙ্গে সাত পাক ঘোরার আগে রজনীকান্তের বড় মেয়ে অশ্বিন রামকুমারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। সৌন্দর্য এবং অশ্বিনের সন্তান হল বেদ। রজনী-কন্যার কাজের দিক থেকে বলা হলে, উনি এই মুহূর্তে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। এর সঙ্গেই গ্রাফিক ডিজাইনিং বিভাগও সামলান সৌন্দর্যই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥