দেশজুড়ে এখন সাউথের তারকাদের (South Superstar) বিরাট রমরমা। এমনকি বক্স অফিস কালেকশনের (Box Office Collection) দিক দিয়েও খুব সহজেই টেক্কা দিচ্ছে তাবড় বলিউড সুপারস্টারদের বিগ বাজেটের সিনেমা গুলিকেও। যার ফলে ফুলে ফেঁপে উঠছে তাঁদের সম্পত্তির পরিমাণও। রজনীকান্ত থেকে কমল হাসান কিংবা মহেশ বাবু থেকে আল্লু অর্জুন সহ তালিকায় রয়েছেন বিজয় দেবড়াকোন্ডার মতো সাউথের জনপ্রিয় তারকারা। আজ বং ট্রেন্ডের পাতায় থাকল সাউথের এই ৫ সুপারস্টারদের বিলাসবহুল বাড়ি-গাড়ি থেকে কোটি-কোটি সম্পত্তির পরিমাণ।
৫. বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda):সাউথের ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টারদের মধ্যে বিজয় দেবড়াকোন্ডা হলেন এমন একজন তারকা যিনি ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তলিকাতেও পড়েন। তাই অভিনেতার সম্পত্তির পরিমাণ যে আকাশছোঁয়া হবে তা বলাই বাহুল্য। সিনেমায় অভিনয় ছাড়াও একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হয়েই বিপুল পরিমাণ অঙ্কের উপার্জন করেন এই অভিনেতা।
চেন্নাইতে একটি রাজপ্রাসাদের মতো বাড়ির মালিক হওয়ার পাশাপাশি অন্যান্য আরও একাধিক সম্পত্তির মালিক তিনি। এছাড়াও অভিনেতার সখের গাড়ির তালিকায় রয়েছে রোলস-রয়েস ঘোস্ট, অডি এ৮, বিএমডব্লিউ সিরিজ ৫ এবং বিএমডব্লিউ এক্স ৬-এর মতো একাধিক বিলাসবহুল গাড়ি।
৪. মহেশ বাবু (Mahesh Babu): সাউথের সিনেমার চকলেট বয় সুপারস্টার একজনই তিনি হলেন মহেশ বাবু । দীর্ঘ দু’দশকের বেশী সময় ধরে সিনেমায় অভিনয় করার পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মুখ তিনি। যা তাঁর অতিরিক্ত আয়ের উৎস গুলির মধ্যে অন্যতম। অনকেই হয়তো জানেন না অভিনয়ের পারিশ্রমিকের পাশাপাশি তিনি তাঁর সিনেমা থেকে লাভের একটি অংশও অর্জন করেন।
এছাড়া তিনি হায়দ্রাবাদের জুবিলি হিলসের অভিজাত এলাকার বাসিন্দা। শুধুমাত্র সেখানেই নাকি তাঁর ২৮ কোটির সম্পত্তি রয়েছে। এছাড়াও কিছুদিন আগেই তিনি বেঙ্গালুরুতে একটি বাড়ি কিনেছেন। এছাড়াও তাঁর সংগ্রহে রয়েছে বেশকিছু বিলাসবহুল গাড়ি। যার মধ্যে অন্যতম রেঞ্জ রোভার, অডি ই-ট্রন, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, বিএমডব্লিউ, কিংবা ল্যাম্বোরগিনির মতো নামী দামী গাড়ি।
৩. আল্লু অর্জুন (Allu Arjun): কাশ্মীর থেকে কন্যাকুমারী পুষ্পা অভিনেতা আল্লু আর্জুনের জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। সাউথের এই সুপারস্টার সিনেমা করেই বছরে উপার্জন করেন কোটি কোটি টাকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই সুপারস্টারের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৩৭০ কোটি টাকা। জানা যায় প্রতিবছরে তিনি ৩২ কোটি টাকা উপার্জন করেন। অভিনয় ছাড়াও তাঁর আয়ের বিভিন্ন উৎস গুলোর মধ্যে অন্যতম হলো ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং অন্যান্য মাধ্যম।
এছাড়া অভিনেতার অতিরিক্ত আয়ের উৎস গুলির মধ্যে অন্যতম হায়দ্রাবাদের বুকে অবস্থিত ‘৪০০ জুবিলী’ নামের একটি নাইট ক্লাব। সম্প্রতি তিনি আড়াই কোটি টাকার একটি রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন। এছাড়াও তাঁর বাড়িতে রয়েছে নিজস্ব গাড়ির দারুন কালেকশন। তরিকায় রয়েছে একটি ভ্যানিটি ভ্যান, বিএমডব্লিউ এক্স৫, জাগুয়ার এক্স জে এল সহ অডি এ সেভেনের একাধিক বিলাসবহুল গাড়ি । এছাড়াও হায়দ্রাবাদে অভিনেতার যে রাজপ্রাসাদের মত বাংলো রয়েছে তারই মূল্য কম করে ১০০ কোটি টাকা বলে অনুমান করা হয়।
২. কমল হাসান (Kamal Hasan): সাউথের নামজাদা সুপারস্টার তালিকায় রয়েছেন কমল হাসান। সাউথের পাশাপাশি অভিনয় করেছেন বেশ কিছু সুপারহিট বলিউড সিনেমাতেও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর ২০২৩ সাল পর্যন্তই নাকি তাঁর বার্ষিক আয়ের পরিমাণ গিয়ে পৌঁছেছে ৫ মিলিয়নে। সিনেমা ছাড়াও ব্র্যান্ড আম্বাসাডার এবং বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকেই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন এই অভিনেতা।
জানা যায় বিগ বস তামিলের হোস্ট হিসাবেই কমল হাসান প্রতিদিন প্রায় ২ লক্ষ টাকা আয় করছেন। মিডিয়া রিপোর্টের খবর মানলে এই অভিনেতার চেন্নাইতে সাতটি, ব্যাঙ্গালোরে দুটি এবং ম্যাঙ্গালোরে তিনটি সম্পত্তি আছে। গাড়ির প্রতিও বিশেষ দুর্বলতা রয়েছে অভিনেতার। তাঁর সংগ্রহে রয়েছে একটি বিএমডাব্লিউ ৭৩০এলডি এবং একটি লেক্সাস এলএক্স ৫৭০ যার মোট মূল্য একত্রে তিন কোটি ৬৯ হাজার।
১. রজনীকান্ত (Rajnikanth): সাউথের সুপারস্টার বললে প্রথমেই মাথায় আসে একজনেরই নাম তিনি হলেন থালাইভা রজনীকান্ত। দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। সাউথে অনুরাগীরা তো তাঁকে ভগবানের মতো পুজো করেন।
বিগত চার দশকেরও বেশি সময় ধরে তিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করছেন মোট ১৫০টি সিনেমায়। বিরাট সম্পত্তির অধিকারী রজনীকান্তের চেন্নাইয়ের পাশাপাশি পুনেতেও রয়েছে একটি বিলাসবহুল বাড়ি। এছাড়াও অভিনেতার সংগ্রহের ঝুলিতে রয়েছে বেন্টলি, টয়োটা ইনোভা, এবং রেঞ্জ রোভারের মতো বেশ কিছু বিলাসবহুল গাড়ি।