• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালো অভিনেতা হলেও ছিলেন না ভালো বাবা! জন্মের ৫ মাস মেয়ের মুখটাও দেখেননি রাজেশ খান্না

Published on:

Rajesh Khanna didn’t see the face of daughter Rinke Khanna for 5 months, revealed Dimple Kapadia

বলিউডের নামী অভিনেতাদের মধ্যে একজন হলেন রাজেশ খান্না (Rajesh Khanna)। কাজ করেছেন বলিপাড়ার ইতিহাসের বহু সুপারহিট ছবিতে। আশি নব্বইয়ের দশকে প্রচুর ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেই তালিকায় নাম রয়েছে ‘আরাধনা’, ‘কাটি পতঙ্গ’এর মতো ছবির।

বলিউডের অন্দরে কান পাতলেও এখনও রাজেশের নানান কাহিনী শুনতে পাওয়া যায়। তবে শুধুমাত্র অভিনেতার কর্মজীবন নয়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। বহুবার নিজের বর্ণিল জীবনের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন অভিনেতা।

Rajesh Khanna

সুদর্শন অভিনেতা রাজেশের নাম বলিউডের বহু অভিনেত্রীর সঙ্গেই জড়িয়েছে। তবে শেষ পর্যন্ত ১৬ বছরের ছোট ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) সঙ্গে সাত পাক ঘুরেছিলেন অভিনেতা। তাঁদের দুই মেয়েও রয়েছে। তাঁদের নাম হল টুইঙ্কল খান্না এবং রিঙ্কি খান্না।

তবে আপনি কী জানেন, রাজেশ ভালো অভিনেতা হলেও, একেবারেই ভালো পিতা ছিলেন না! মেয়ে রিঙ্কির (Rinke Khanna) জন্মের ৫ মাস পর্যন্ত তাঁর মুখই দেখেননি অভিনেতা। একবার এক সাক্ষাৎকারে একথা ফাঁস করেছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া নিজেই।

Rajesh Khanna and Dimple Kapadia

সেই ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে ডিম্পল বলেছিলেন, ‘আসলে রাজেশ খান্না টুইঙ্কল এবং রিঙ্কির জন্মে একেবারেই খুশি ছিলেন না। কারণ উনি সন্তান হিসেবে পুত্র চাইতেন। আর এই কারণেই রিঙ্কির জন্মের ৫ মাস পর্যন্ত উনি রেগে গিয়ে মেয়ের মুখ পর্যন্ত দেখেননি’।

Rajesh Khanna with family

রাজেশ এবং ডিম্পল প্রেম করে বিয়ে করলেও তাঁদের সম্পর্ক প্রচুর উত্থানপতনের সম্মুখীন হয়েছে। অভিনেতার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে ডিম্পল একবার ওনার থেকে আলাদাও থাকা শুরু করেছিলেন। তবে শেষ জীবনে যখন অভিনেতা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই সময় আবার তাঁর বাড়ি ‘আশীর্বাদ’এ ফিরে এসেছিলেন ডিম্পল। রাজেশ খান্নার দেখাশোনাও করেছিলেন তিনি। শোনা যায়, সেই সময় নিজের সমস্ত ভুলের জন্য স্ত্রী ডিম্পলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥