• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় খলনায়ক হলেও বাস্তবে বেশ মজার মানুষ, টালিউড ইন্ডাস্ট্রি নিয়ে উদ্বেগ প্রকাশ রজতাভ দত্তের

রজতাভ দত্ত,টলিউড,ইন্ডাস্ট্রি,Rajatabha dutta,tollywood,industry

গত তিন দশক ধরে টলিউডে দাপটের সাথে অভিনয় করে চলেছেন অভিনেতা রজতাভ দত্ত (Rajatabha Dutt)। টলিউডের পাশাপাশি বলিউডেরও বেশ কিছু ছবিতে তিনি নিজের দুর্দান্ত অভিনয় দেখানোর সুযোগ পেয়েছেন৷ নায়ক নন, বরং তিনি টলিউডের নামকরা ‘খলনায়ক’ হিসেবেই নিজের পরিচয় তৈরি করেছেন৷

তার আসন্ন ছবি ‘ইকির মিকির’ এও তিনি নেগেটিভ চরিত্রেই অভিনয় করবেন। পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratul Mukherjee)-এর এই ছবিতে একেবারে হটকে নতুন ভূমিকায় ক্যামেরার সামনে দাঁড়াবেন রজতাভ। রজতাভর সঙ্গে এই ফিল্মে অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) ও সৌরভ (Sourav)।

রজতাভ দত্ত,টলিউড,ইন্ডাস্ট্রি,Rajatabha dutta,tollywood,industry

এই মুহুর্তে বলিউড এবং টলিউড উভয় পরিসরেই থ্রিলার, সাসপেন্স, ক্রাইম ঘরানার উপর জোর দেওয়া হচ্ছে, যা রজতাভর বেশ ভালো লেগেছে। কেননা কমার্শিয়াল ছবির ভিলেন ভীষণ একমুখী হয়, একই রকম হয়। কিন্তু থ্রিলার বা সাসপেন্সে খলনায়কেরও আলাদা একটা শেড থাকে, দিক থাকে। বর্তমানে খল চরিত্র নির্মানেও যথেষ্ট আবেগ এবং মননের উপর জোর দেওয়া হয়, যা আগে দেওয়া হতনা।

একদিকে পর্দায় যেমন তিনি খলনায়ক, তেমনই জনপ্রিয় কমেডি শো তে রজতাভর হিউমার, ঠাট্টা, তামাশা দেখে রজতাভ যে বেশ মজার মানুষ তা আন্দাজ করা সহজ হয়েছে। ফিল্মে 1995 সাল থেকে অভিনয় করছেন রজতাভ। পাশাপাশি সিরিয়ালের অভিনয় করছিলেন। কিন্তু সময়ের অভাবে সিরিয়ালে কাজ করা বন্ধ করে দেন তিনি।

রজতাভ দত্ত,টলিউড,ইন্ডাস্ট্রি,Rajatabha dutta,tollywood,industry

তিনি মনে করেন সিরিয়াল এবং ছবি একসাথে করা উচিৎ নয়। বাংলা ইন্ডাস্ট্রির একজন বড় মাপের শুভাকাঙ্ক্ষী তিনি। কিন্তু তার মতে টলিউডের আর ঘুরে দাঁড়িয়ে বলিউডকে টেক্কা দেওয়ার ক্ষমতা নেই। কেননা কর্পোরেটের সাথে যুদ্ধ করার ক্ষমতা ইন্ডাস্ট্রির নেই। কারণ তারা নিজেদের সংস্কৃতির ক্ষতি অনুধাবন করার জায়গাতেই নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥