যে কোভিডের জেরে পিছিয়েছিল বিয়ে, সেই কোভিড কেন্দ্রেই অবশেষে সম্পন্ন হল যুগলের মিলন! রবিবার রাজস্থানের বরার কেলওয়াড়া কোভিড কেন্দ্রে পিপিই পরিধান করেই বিবাহ সারলেন রাজস্থানের দম্পতি। সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই চূড়ান্ত ভাইরাল হয়েছে এই অদ্ভূত বিবাহের ভিডিও।
ট্যুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পুরোহিত, বর ও কনে ছাড়া অতিরিক্ত মাত্র একজন উপস্থিত ছিলেন বিবাহমঞ্চের আশেপাশে। বিবাহে উপস্থিত একজন জানিয়েছেন, “সকল রকমের কোভিড বিধি মেনেই বিবাহ সম্পন্ন হয়েছে।” ভিডিও ক্লিপে পুরোহিত মশাইকেও পিপিই কিট পরে থাকতে দেখা যায়। এমন কি বরের মাথার পাগড়ি থেকে কনের হাতের চুড়ি, সবকিছুই ঢাকা ছিল পিপিই কিট ও করোনা নিরোধক গ্লাভসে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ারের হিড়িক পড়েছে ভিডিওটি জুড়ে। ভিডিওর কমেন্ট বক্সে মিম আর মজাদার কমেন্টের ঢল নেমেছে। এক নেটিজেন সোনি ইন্ডিয়ার বিখ্যাত অনুষ্ঠান ‘সাবধান ইন্ডিয়া’ সংক্রান্ত একটি বাক্য ব্যবহার করে একটি মিম বানিয়ে তা পোস্ট করেন কমেন্ট বক্সে। মিমে লেখা ছিল, “সাবধান রহে, সতর্ক রহে।” স্বাভাবিকভাবেই মিম ও ভিডিও মিলেই রীতিমত হইচই পড়ে গেছে রাজস্থানের বিবাহকে ঘিরে।
ইতিমধ্যে রাজস্থানে প্রায় ২ লক্ষ মানুষ করোনার হাত থেকে বেঁচে ফিরেছেন। নেটিজেনদের বক্তব্য, রাজস্থানের সফলতার কারণ এই ভিডিওতেই স্পষ্ট হয়ে যায়। যদিও ফুলশয্যার মত গুরুতর বিষয়ে বরকনের মাঝে পিপিই কিট আসবে কি না, সে বিষয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে নেটিজেনমহলে। যথারীতি ভাবেই রাজস্থানের নববিবাহিত দম্পতিও চূড়ান্ত বিব্রত বোধ করছেন এই ঘটনায়। সব মিলিয়ে ভাইরাল বিয়ে!
#WATCH Rajasthan: A couple gets married at Kelwara Covid Centre in Bara, Shahbad wearing PPE kits as bride's #COVID19 report came positive on the wedding day.
The marriage ceremony was conducted following the govt's Covid protocols. pic.twitter.com/6cSPrJzWjR
— ANI (@ANI) December 6, 2020