• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসামান্য প্রতিভা! বাদ্যযন্ত্র ছাড়া শুধু হাতে তালি বাজিয়েই অনবদ্য গান গাইলেন রাজা, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) প্রতিদিন দেখতে পাওয়া যায়। কখনও হাসি মজার তো কখনো আজব সমস্ত কাণ্ডকারখানার ভিডিও চোখে পড়ে এই ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে। তবে, এরই মাঝে কিছু প্রতিভাধারীদের ভিডিও থাকে যা মুগ্ধ করে দেয়। প্রতিভা বলতে যে শুধু নাচ গান তা কিন্তু নয়, নানা ধরণের প্রতিভার খোঁজ মেলে সোশ্যাল মিডিয়াতে। এই যেমন কেউ ভালো গান গাইতে পারে তো কেউ আবার গলা দিয়েই নানান পশু পাখির ডাক ডাকতে পারে।

বর্তমানে ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে নানান প্রতিভা লোকসমাজে তুলে ধরাটা আরো সহজ হয়ে গিয়েছে। স্মার্টফোনে ভিডিও রেকর্ড করে তা খুব সহজেই শেয়ার করে দেওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। যা মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিদিনই এমন কিছু দুর্দান্ত প্রতিভাধারী ছেলে মেয়ের ভিডিও চোখে পড়ে সোশ্যাল মিডিয়াতে। যেখানে কচিকাঁচাদের গান নাচ থেকে শুরু করে আবৃতি আঁকা এমন নানান প্রতিভার দেখা মেলে।

   

raja banerjee viral video

ঠিক যেমন সম্প্রতি হাজার ভিডিওর মাঝেই নিজের প্রতিভার জোরে নেটবাসীর মন জিতে নিয়েছেন রাজা ব্যানার্জি নামের এক শিল্পী। তার প্রতিভা না দেখে কেবল কানে শুনলে বিশ্বাস করা কঠিন। কেননা কেবল মাত্র দুই হাতের মাধ্যমে তালি বাজিয়েই তিনি বাদ্যযন্ত্রের শব্দ সৃষ্টি করেছেন। এবং গেয়েছেন হেমন্ত মুখার্জির অসাধারণ সৃষ্টি ‘তারে বলে দিও, সে যেন আসেনা গানটি’।

raja banerjee viral video

তার গানের সরলতা এবং কায়দায় মুগ্ধ নেটবাসী। ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন প্রায় ৪ লাখ মানুষ। শেয়ার হয়েছে দুহাজারের ও বেশি। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ২১ হাজার ফেসবুক ব্যবহারকারী। এই অনবদ্য, অসামান্য প্রতিভা ভাইরাল হবে তা কি আর বলার অপেক্ষা রাখে?

মন্তব্য বাক্সেও উপচে পড়েছে তার জন্য শুভকামনা, আশীর্বাদ এবং প্রশংসা। কেউ লিখেছেন, ‘এই প্রতিভার বর্নণা কোনো ভাষা দিয়ে প‍্রকাশ করা যাবে না। ঈশ্বরের আশির্বাদ ছাড়া সম্ভব নয়।’ আবার কেউ বা লিখেছেন, ‘অসাধারণ! আমার মনে হয় তার হাতে কোন যাদু আছে, চেষ্টা করলেও তার মতো কেউ পারবে কিনা সন্দেহ আছে।প্রাণঢালা অভিনন্দন!’