• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের সাথে মাকে দেখা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদে ইউভানের ঢাক বাজানোর ছবি

Published on:

রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ইউভান,Yuvaan,ছবি,Photo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media,ঢাক বাজানো,Playing Dhak

বাংলার জনপ্রিয় স্টার কিডদের মধ্যে প্রথমেই আসে পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) একরত্তি ছেলে  ইউভানের (Yuvaan) নাম। ছোট থেকেই স্টার সে। আর এখন তো  জনপ্রিয়তার দিক দিয়ে নিজের বাবা-মা রাজ শুভশ্রীকেও  ছাপিয়ে গিয়েছে এই খুদে তারকা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও একেবারে চোখে হারায় তাকে।

এমনিতে রাজ এবং শুভশ্রী দুজনেই নিজেদের কাজের জগতে ভীষণ ব্যস্ত থাকেন। তবে বরাবরই নিজেদের ব্যস্ত শিডিউলের মধ্যেও পুচকে ছেলের সাথে সময় কাটাতে ভোলেন না এই তারকা দম্পতি। এতকিছুর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আক্টিভ থাকেন এই টলিউডের পাওয়ার কাপল ‘রাজশ্রী’। সেখানে মাঝেমধ্যেই  ভাইরাল  হয় একরত্তি ইউভানের নানান হাসি মজার ভিডিও,এবং ছবি।

রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ইউভান,Yuvaan,ছবি,Photo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media,ঢাক বাজানো,Playing Dhak

প্রসঙ্গত বর্ধমানে বাজেপ্রতাপপুরে শুভশ্রীর বাপের বাড়িতে প্রত্যেক বছর দুর্গাপূজা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি এবারের পুজোতে স্বামী সন্তান নিয়ে সেখানেই হাজির হয়েছিলেন শুভশ্রী।গত দু-তিন মাসের সমস্ত অপেক্ষার অবসান। দেখতে দেখতে চোখের পলকে হাসি মজায় কেটে গেল পুজোর কটা দিন। সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে  গতকালই পুজো শেষ হতেই তাই মন খারাপের সুর আপামর বাঙালির মনে।

ঘরের মেয়ে উমার বিদায়বেলায় চোখে জল প্রত্যেকের। দশমীর দিনে মা দুর্গাকে বরণ করার পাশাপাশি সিঁদুর খেলায় মেতে ওঠে গোটা বাংলা। উৎসবে মেতে ওঠেন আম জনতা থেকে সেলিব্রেটি সকলেই।গতকাল বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন রাজ শুভশ্রী।

রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ইউভান,Yuvaan,ছবি,Photo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media,ঢাক বাজানো,Playing Dhak

সেখানেই দেখা গেছে টকটকে লাল শাড়িতে একেবারে রাজ রানীর মতই মা দুর্গাকে বরণ করছেন শুভশ্রী। আর খুদে ইউভান তারই মত প্রায় লম্বা একটা ঢাক নিয়ে বাজানোর চেষ্টা করছে। ইউভানের এই ঢাক বাজানোর (Playing dhak) ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাবা রাজ চক্রবর্তী। যা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খুদে ইউভানের এই ঢাক বাজানোর দৃশ্য দেখে মন জুড়িয়েছে নেটিজেনদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥