আজকালকার দিনে বাড়িতে থাকা সব বাচ্চাদেরই দিনের বেশীরভাগ সময়টাই কাটে এই মোবাইল ফোন নামক যন্ত্র টার সাথেই। বলতে গেলে বাচ্চাদের শৈশবটাই এখন মুঠোফোনে বন্দী। আর আশ্চর্যের বিষয় এটা বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক জেনেও বাবা মায়েরা অবলীলায় তাদের বাচ্চাদের হাতে নিজে থেকেই তুলে দেন এই মোবাইল ফোন।
এবার ছেলে ইউভানের (Yuvaan) হাতে মোবাইল তুলে দেওয়া নিয়ে ঝগড়া বেঁধে গেল ইন্ডাস্ট্রির সেলিব্রেটি মা বাবা শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) মধ্যে। সপ্তাহের প্রথম দিনেই রাজ শুভশ্রীর ঘরের অশান্তি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে সকাল সকাল সোফায় বসে ছেলেকে পাশে নিয়ে মোবাইলে গেম (Mobile Game) খেলা শেখাচ্ছেন বাবা রাজ চক্রবর্তী।
বাবা ছেলের এই কান্ড দেখে তো মুহুর্তের মধ্যেই রেগে আগুন ইউভানের মা তথা অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী। মুহুর্তের মধ্যে রণমূর্তি ধারণ করে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তিনি। আর সেইসাথে বারে বারে তিনি রাজকে বোঝাতে থাকেন এই একরত্তি ছেলের হাতে এখন থেকেই মোবাইল তুলে মোটেই ঠিক কাজ করেননি রাজ।
শুভশ্রী কে রাগে গজগজ করতে দেখে রাজ পাল্টা যুক্তি খাড়া করে বলেন ‘তুমি তো নিজেই সারাক্ষণ মোবাইলে ডুবে থাকো। ছেলেকে খাওয়ানোর সময় ওর সামনে নিজেই মোবাইলে মোবাইলটা, তাহলে এখন আমাকে কেন না করছ?’’ জবাবে শুভশ্রীও পাল্টা বলেন, ‘‘সে তো ইউটিউবে গান আর গল্প, শোনাই ওকে। কিন্তু গেম খেলাবে তুমি তাই বলে?’’
View this post on Instagram
সেইসাথে অভিনেত্রীর সংযোজন , ‘‘পাবজি না কী, হাবজি-গাবজি গেম!’’ রাজের সথে ঝগড়া করতে করতেই ইউভানের হাতে বল তুলে দিয়ে তাকে বাইরে খেলতে পাঠিয়ে দেয় শুভশ্রী। এরইমধ্যে রাজ শুভশ্রীর কান ঝালাপালা করা ঝগড়ার মাঝে এন্ট্রি নেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এতক্ষণে জানা গেল গোটা ঝগড়াটাই আসলে রাজ চক্রবর্তীর আসন্ন সিনেমা হাবজি গাবজির অভিনব প্রচারের অংশ। বাচ্চাদের হাতে মোবাইল না তুলে দেওয়ার সচেতনতা বৃদ্ধির জন্য বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমা মুক্তি পাবে আগামী ৩ জুন। ছবির প্রথম গান মুক্তি পাবে আগামীকাল, মঙ্গলবার।