সদ্য মা হয়েছেন রাজ পত্নী শুভশ্রী। রাজ-শুভর পরিবারে এখন খুশির হাওয়া। ছোট্ট যুবানকে নিয়েই এখন সময় কাটছে এই তারকা দম্পতির। পেট থেকে পড়েই রাতারাতি তারকা একরত্তি। জনপ্রিয়তার দৌড়ে মা বাবাকে এখনই কয়েক গোল দিয়ে দেবে যুবান। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে তার অজস্র ফ্যান-ক্লাব। সবকিছু থেকে দূরে থেকে এখন যুবানকেই সামলাতে ব্যস্ত রাজ-শুভশ্রী। এবার যুবনকে সামলানোর মাঝেই নয়া সুখবর দিলেন রাজশ্রী।
দীর্ঘদিন পর্দায় দেখা মেলেনি টলি ডিভা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। রাজের পরিচালনাতেও নতুন ছবি আসেনি অনেক দিন হল। এবার এই তারকা দম্পতি একসাথে দর্শকদের জন্য নিয়ে এলেন খুশির খবর। শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রীর নতুন ছবি হাবজি-গাবজি।এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সবকিছু ঠিক থাকলে বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘হাবজি-গাবজি’। তার আগে শিশু দিবস অর্থাৎ ১৪ নভেম্বর মুক্তি পাবে পরিচালক রাজ চক্রবর্তীর ‘হাবজি-গাবজি’র ট্রেলার।
এই সিনেমার গল্প ও হতে চলেছে বেশ আকর্ষণীয়। বর্তমানে মোবাইল আসক্তি যে কতটা বিপদ্দজনক তা নিয়েই কথা বলবে এই নতুন ছবি। হাবজি-গাবজি’-ছবির গল্প অনুযায়ী, বর্তমান যুগে ছোট থেকে বড়ো সবাই নেটমুখী। হাতে ফোন, কানে হেড ফোন, আর চোখ স্ক্রিনে। ভার্চুয়াল জগতের বাইরে যেন নিজের পরিবারের জন্য সময়ই বের করতে পারে না তারা।
সর্বক্ষণ হাতে মোবাইল, কানে গোঁজা হেডফোন, যেন বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। নেটের দুনিয়ায় কোথাও যেন হারিয়ে যাচ্ছে শৈশব। নবপ্রজন্মের জন্য সর্বনাশ হতে পারে মোবাইল আসক্তি। আট থেকে আশি, সকলেই প্রায় মোবাইল স্ক্রিনে মন মজিয়েছে। সোশ্যাল মিডিয়া হোক কিংবা বিনোদন প্ল্যাটফর্ম, সর্বক্ষণের সঙ্গী মোবাইল। কিন্তু তা ক্ষতিকারক, সেই সব বিষয় তুলে ধরা হবে ছবিতে। এই ছবিতে এক পাঁচ বছরের সন্তানের মায়ের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। এই সময়োপযোগী ছবি দেখতে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছে দর্শককূল।