গতবছর জুলাই মাসে পর্ণ ছবি তৈরির অভিযোগের জেরে শিরোনামে উঠে এসেছিলেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা। তাই স্বামী পর্ণ কাণ্ডে গ্রেফতার হবার পর তুমুল সমালোচনা থেকে শুরু করে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। তবে সেসব এখন অতীত, ২ মাস জেলে থাকার পর জামিন পেয়ে গেছেন রাজ কুন্দ্রা।
এরপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়, জেল থেকে ফিরে আবারও স্ত্রী শিল্পার সাথে সুখের সংসার কেছেন তিনি। আর এবার স্ত্রীর নামে ৩৮ কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন রাজ কুন্দ্রা। ব্যবসায়ী হিসাবে পরিচিত রাজ কুন্দ্রার সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। সেখান থেকেই স্ত্রীর নামে বেশ কিছু সম্পত্তি লিখে গিলেন তিনি। যেমনটা জানা যাচ্ছে একাধিক ফ্ল্যাট থেকে শুরু করে মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল একটি বাড়ি শিল্পাকে দিয়ে দিয়েছেন স্বামী রাজ কুন্দ্রা।
এছাড়াও একটি বহুতল বিল্ডিংয়ের আস্ত বেসমেন্ট লিখে দিয়েছেন স্ত্রী শিল্পাকে। সূত্রমতে যেমনটা জানা যাচ্ছে রাজের শিল্পাকে হস্তান্তর করা মোট সম্পত্তি প্রায় ৬০০০ বর্গ ফুটের কাছাকাছি। বর্তমানে মুম্বাইতেই এলাহী বাড়িতে রাজের সাথে থাকছেন শিল্পা। হয়তো কঠিন সময়ের পরেও স্ত্রীর পাশে থাকার কৃতজ্ঞতা হিসাবেই এই সমস্ত সম্পত্তি লিখে দিলেন রাজ।
তবে পর্ণ ছবি তৈরির অভিযোগ ওঠায় নেটিজেনরা কিন্তু খুব একটা ভালো চোখে দেখেনি গোটা বিষয়টা। নেটিজেনদের বা নিন্দুকদের মতে, পর্ণ ছবির ব্যবসা করেই এই কোটি কোটি টাকা উপার্জন করেছে রাজ কুন্দ্রা। সেই টাকা দিয়েই কেনা এই সম্পত্তি এখন স্ত্রীর নাম লিখে দিচ্ছেন।
প্রসঙ্গত, প্রায় ২ মাস জেলে থাকার পর বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন রাজ কুন্দ্রা। জেল থেকে ছাড়া পাবার সময় মিডিয়ার সামনে আসতে চাননি তিনি। ছাড়া পাবার পর বেশ কিছুদিন তাকে দেখাও যায়নি। তবে ধীরে ধীরে আবারো স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। ইতিমধ্যেই নতুন এক রেস্তোরা খোলার কথাও ঘোষণা করেছেন স্বামী স্ত্রী রাজ-শিল্পা।