গসিপবিনোদন

কোথায় চলত পর্ণ মুভির শুটিং? ‘ধোয়া তুলসীপাতা’ সেজে থাকা রাজ কুন্দ্রার গোপন ডেরা খুঁজে পেল পুলিশ

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra)। পর্ণ মামলায় নাম জড়িয়ে এমনিতেই মান সম্মান অনেক খোওয়া গিয়েছে তাঁর। এবার আরও একবার এই মামলায় নয়া তথ্য উঠে আসায় তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

২০১৯ সালে সাইবার পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল, আর্মসপ্রাইম মিডিয়া লিমিটেডের নির্দেশক রাজ কুন্দ্রা অশ্লীন ভিডিও (Adult films) বানান। এরপর বহু তদন্তের পর রাজের সঙ্গেই উঠে এসেছিল বিনোদন ইন্ডাস্ট্রিরই আরও বেশ কিছু পরিচিত নায়িকার নাম।

Raj Kundra

পর্ণ মামলায় শিল্পার স্বামী রাজের সঙ্গে উঠে এসেছিল বি টাউনের জনপ্রিয় মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে এবং শার্লিন চোপড়ার নামও। যদিও সেই সময় তাঁরা জামিন পেয়ে গিয়েছিলেন। তবে এই মামলায় জড়িয়ে দীর্ঘ সময় জেলেও কাটাতে হয়েছিল রাজকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর মাস্ক পরেই ঘোরেন শিল্পার স্বামী। সংবাদমাধ্যমে নিজের মুখ দেখাচ্ছেন না তিনি।

অশ্লীল ছবি বানানোর এই মামলা দেখতে দেখতে এক বছর পার করে ফেলেছে। তবে এবার এই মামলায় নয়া মোড় এসেছে। মুম্বই পুলিশের সাইবার শাখার তরফ থেকে জানানো হয়েছে, সেই শহরের বেশ কিছু পাঁচ তারা এবং ডিলাক্স হোটেলে এসব অশ্লীল ভিডিও শ্যুট করতেন রাজরা। পাশাপাশি শিল্পার স্বামী টাকার বিনিময়ে বিভিন্ন নামী ওটিটি প্ল্যাটফর্মে এই ভিডিওগুলি ডিস্ট্রিবিউট করতেন বলেও জানা গিয়েছে।

Raj-Kundra-gets-interim-relief

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত সপ্তাহে সাইবার পুলিশের তরফ থেকে দায়ের করা চার্জশিট অনুসারে, রাজ কুন্দ্রা শার্লিন চোপড়া, পুনম পাণ্ডে, চলচ্চিত্রকার মীতা ঝুনঝুনওয়ালা এবং ক্যামেরাম্যান রাজু দুবের সঙ্গে মুম্বইয়ের বিভিন্ন পাঁচ তারা হোটেলে পর্ণ ভিডিও শ্যুট করতেন।

প্রসঙ্গত, রাজ এবং তাঁর সহকারীর কথোপকথনে ‘হটশটস’ অ্যাপের আর্থিক লেনদেনের নানান তথ্য পেয়েছিল পুলিশ। জানা গিয়েছে, ২০২০ সালের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে পর্ণ ব্যবসা থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা আয় করেছিলেন শিল্পার স্বামী। এরপর ২০২১-২২ বর্ষে ৩৬ কোটির বেশি এবং ২০২২-২৩ বর্ষে ৭৩ কোটিরও বেশি টাকা আয় করার আশা করেছিলেন রাজেরা। কিন্তু তাঁর আগেই ভেঙে যায় তাঁদের সেই স্বপ্ন।

Back to top button